অমর ন্যৌপানে

নেপালি লেখক

অমর ন্যৌপানে (নেপালি: अमर न्यौपाने) নেপালী সাহিত্যের একজন তরুণ ঔপন্যাসিক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। তার সাহিত্যকর্মের জন্য বিভিন্ন পুরস্কারে অর্জন করেন।

অমর ন্যৌপানে
अमर न्यौपाने
জন্ম১৯৭৬
জাতীয়তানেপালী
অন্যান্য নামঅমর
নাগরিকত্বনেপাল
পেশালেখক
কর্মজীবন২০০৯
পরিচিতির কারণউপন্যাসিক
উল্লেখযোগ্য কর্ম
সেতো ধরতী

পরিচয় সম্পাদনা

অমর ন্যৌপানে ১৯৭৬ সালে নেপালের চিতবন জেলার রংগীলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম একনাথ নেউপানে এবং মায়ের নাম হরিমায় নেউপানে। তিনি ছিলেন দ্বিতীয় সন্তান।

সাহিত্য জীবন সম্পাদনা

তার প্রথম উপন্যাস পানীকো ঘাম প্রকাশিত হয় ২০০৯ সালে। এই উপন্যাসের জন্য তিনি পদ্মশ্রী সাহিত্য সম্মান পুরস্কার লাভ করেন। শিশুদের জন্য তার ছোটগল্প সংগ্রহের বই কলিলো মন। এই বইয়ের জন্য পরিজাত বালাসাহিত্য পন্ডুলিপী পুরস্কার পান। তার সর্বশ্রেষ্ট রচনাকর্মটি মেতো ধরতী, এটার জন্য মদন পুরস্কর পান, নেপালী সাহিত্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার রামরাজ পন্ত ম্সৃতি পুরম্কার অর্জন করেন। সম্প্রতি প্রকাশিত আরেকটি উপন্যাস করোতৌ কম্তুরী[১][২]

প্রকাশিত বই সম্পাদনা

  • পানীকো ঘাম
  • কলিলো মন
  • করোডৌ কম্তুরী
  • সেতো ধরতী
  • গুলাবী উমের

পুরস্কার সম্পাদনা

  • পদ্মশ্রী সাহিত্য সম্মান পুরস্কার
  • পরিজাত বালাসাহিত্য পন্ডুলিপী পুরস্কার
  • মাদান পুরস্কর
  • রামরাজ পন্ত ম্মৃতি পুরম্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kasturi, Karodau (১১ জানুয়ারি ২০১৫)। Karodau Kasturi by Amar Neupane। কাঠমাণ্ডু, নেপাল: Fineprint Inc.। পৃষ্ঠা 1। আইএসবিএন 978-9937-8931-4-5। ২০১৫-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  2. "গুডরিড্ম - মেতো ধরতী"। Goodreads.com। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৪