অভি-নীল হত্যাকাণ্ড

অভি-নীল হত্যাকাণ্ড অথবা কার্বি আংলং হত্যাকাণ্ড ২০১৮ সালে আসমে সংঘটিত এক বেদনাদায়ক মর্মান্তিক প্রাণনাশের ঘটনা । সোসিয়েল মিডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভুয়া সংবাদের ফলে দুই নির্দোষ যুবক অভিজিৎ নাথনীলোৎপল দাসের প্রাণ হারাতে হয়।[১]

অভি-নীল হত্যাকাণ্ড
স্থানপানীজুরি গাঁও, কাৰ্বি আংলং, আসাম
তারিখ৮ জুন ২০১৮ (2018-06-08)
হামলার ধরনহত্যা
নিহত২ জন
ভুক্তভোগীঅভিজিত নাথ ও নীলোৎপল দাস
আততায়ীগণ২৫০ জন

ঘটনার প্রেক্ষাপট সম্পাদনা

আসমের রাজধানী গুয়াহাটির নিবাসী দুই যুবক অভিজিৎ নাথ ও নীলোৎপল দাস ছুটির সময় উপভোগ করার জন্য অসমের কার্বি আংলং জেলার ডিফু মহকুমার অন্তর্গত কাংথিলাংসো নামক জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যাত্রা করেন ।[২] উক্ত সময়ে অসম সহ সমগ্র ভারতে ছেলেধরার ন্যায় ভুয়া সংবাদ হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল[৩] । রাত্র প্রায় ৮টার নাগাদ[২] তাঁরা জলপ্রপাতের জলকেলির আনন্দ উপভোগ করে গৃহে ফেরার সময় স্থানীয় লোকেরা তাঁদের ছেলেধরারা ভেবে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে বাঁশ দ্বারা প্রহার করে । আপন প্রাণ রক্ষার উদ্দেশ্যে নীলোৎপল ক্রদন করে উচ্চৈঃশ্বরে বলিতে লাগিলেন,"দয়া করে আমাদের মারবেন না, আমরা প্রকৃত অসমবাসী , ছেলেধরা নয় । আমার পিতার নাম গোপাল চন্দ্র দাস, মাতার নাম রাধিকা দাস, আমরা গুয়াহাটির নিবাসী" কিন্তু আক্রমণকারীর দল তাঁদের কথায় সামান্যও গ্রাহ্য না করে বারংবার ভীষণ প্রহার করার ফলে দুইজনের প্রাণনাশ হয় । তাঁদের গাড়ি ও মুঠোফোনও আক্রমণকারীরা বিনষ্ট করেছিল ।[২]

আইনি ব্যবস্থা সম্পাদনা

পুলিশ তদন্তে জানা যায় যে স্থানীয় বাসিন্দা আলফা জর্জ টিমুঙ্গের সহিত তাঁদের বিবাদ হয়[৪] । বিবাদের প্রতিশোধ নেওয়ার জন্য উক্ত সময়ে প্রচলিত শিশু পাচারকারীর মিথ্যা অভিযোগে তাঁদের অভিযুক্ত করার চক্রান্ত রচনা করে হত্যাকাণ্ড সংঘটিত করে । অসমের বিশেষ পুলিশদল টিমুঙ্গের সহিত আরো ৪৭ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে ।

নামকরণে বিতর্ক সম্পাদনা

কিছু সংগঠন ও অনুষ্ঠান কাংথিলাংসো জলপ্রপাত অভি-নীল জলপ্রপাত নামে নতুন নামকরণ করার জন্য অসম সরকারের নিকট প্রস্তাব রাখে যদিও কার্বি ছাত্র সন্থা এই প্রস্তাবের তীব্র বিরোধ করে । সঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সকলে অনুরোধ জানায়[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dokmoka Mob Lynching: Abhi-Neel case awaits justice, First Death Anniversary observed today"। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৯ 
  2. "Duo lynched in Karbi Anglong"। সংগ্রহের তারিখ অক্টোবর ১০, ২০১৯ 
  3. "Fears mount over WhatsApp's role in spreading fake news"। সংগ্রহের তারিখ অক্টোবর ১০, ২০১৯ 
  4. "Main Accused In Assam's Karbi Anglong Mob Attack Case Arrested"। সংগ্রহের তারিখ অক্টোবর ১০, ২০১৯ 
  5. "Do not Rename Kangthilangso Waterfall as Abhi-Neel Waterfall: Karbi Student Association"। সংগ্রহের তারিখ অক্টোবর ১০, ২০১৯