ভারতীয় উপমহাদেশের পুলিশ ব্যবস্থায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করার পর একটি অভিযোগপত্র বা চার্জশিট প্রস্তুত করা হয়। এই অভিযোগপত্রে উল্লেখ করা অপরাধের (কিছু বা সব) জন্য একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।[১]

অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার আদালত নির্ধারণ করে অভিযুক্ত আসামীদের মধ্যে কার বিরুদ্ধে পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ রয়েছে যাতে তাদের বিচারকার্য শুরু করা যায়। আদালত অভিযোগ গঠনের আদেশ ঘোষণা করার পর অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "What is chargesheet? Definition and meaning"। ২০১১-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২২ 
  2. "Scam framing of charges - a raja kanimozhi", Business Today