অভিবাসিত তঞ্চপিণ্ড

অভিবাসিত তঞ্চপিণ্ড (ইংরেজি: embolus) হচ্ছে তঞ্চিত রক্তপিণ্ড যা উৎসস্থল থেকে রক্ত স্রোতে ভেসে এসে ধমনীর অবরোধ ঘটায় রক্তপিণ্ড ছাড়াও অভিবাসিত হতে পারে মেদ, বায়ু, কোলেস্টেরল প্লাক, উল্বতরল এবং পরকদ্রব্য[১]। যে প্রক্রিয়ায় তঞ্চপিণ্ড অভিবাসিত হয় তাকে বলা হয় তঞ্চভিবাসন

Illustration depicting embolism from detached thrombus

ইংরেজিতে একে এমবোলিজম বলে; যা ১৮৪৮ সালে প্রথম রুডলফ ভিরকোহ প্রবর্তন করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kumar V.; Abbas A.K.; Fausto N.। Pathologic Basis of Disease 
  2. Hellemans, Alexander; Bryan Bunch (১৯৮৮)। The Timetables of Science। New York, New York: Simon and Schuster। পৃষ্ঠা 317আইএসবিএন 0-671-62130-0