অপর্ণা দত্ত গুপ্তা

অপর্ণা দত্ত গুপ্তা হলেন এক জন ভারতীয় মহিলা বিজ্ঞানী।তিনি এক জন শিক্ষিকা প্রাণী বিজ্ঞান ও স্কুল অফ লাইফ সাইন্স, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়[১] তিনি উদ্ভিদবিদ্যা, ডোভলপমেন্ট বোটানি,এন্ডোক্রিনোলজি প্রভৃতি বিষয়ে গবেষণা করেছে।তিনি পতঙ্গের শারীবিদ্যা, কীটপতঙ্গ নিয়ন্তন প্রভৃতি বিষয়ে গবেষণা পত্র তৈরি করেছেন।তার সবচেয়ে উল্লেখ যোগ্য কাজ হল পতঙ্গের ফ্যাট বডি বিষয়ক গবেষণা।

শিক্ষা গ্রহণ সম্পাদনা

তিনি তার পি.এইডি ডিগ্রি লাভ করেন বারাণসি হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে।তিনি বর্তমানে আইএনএসএ, এনআইএসআই এবং আইএএসসি ওর সদস্যা।[২]

কর্ম জীবন সম্পাদনা

তিনি এক জন ফুলব্রাইট স্কোলার এবং ভিজিটিং সাইন্সটিস্ট হিসাবে ১৯৮৪-১৯৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মারকুয়েটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অপর্ণা দত্ত গুপ্তা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়-এর প্রাণিবিদ্যা বিভাদের প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন।

সদস্য পদ ও পুরস্কার সম্পাদনা

তিনি বহু পুরস্কার ও সদস্য পদ লাভ করেছেন।

  • NSA-JSPS Bilateral Exchange Fellow, মিয়াজাকি বিশ্ববিদ্যালয়, জাপান, (২০১২)
  • INSA-DFG International Exchange Fellow, হামবার্গ বিশ্ববিদ্যালয়, জার্মানি, (২০০৮)
  • DST-DAAD Exchange Fellow, য়ুর্জবার্গ বিশ্ববিদ্যালয়, জার্মানি ,(১৯৯৭-২০০৩)
  • INSA Exchange Fellowship, Czech Academy of Sciences, Czech Republic (2000).
  • Indo-German Exchange Programme Fellow, টুবিনজেন বিশ্ববিদ্যালয়,জার্মানি, (১৯৯১)।[৩]

আরও সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Aparna Dutta Gupta, UoH [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-০৪ তারিখে
  2. fellowships
  3. Awards and Fellowships [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-০৪ তারিখে