অপরূপ চক্রবর্তী (জন্ম ২২ শে এপ্রিল, ১৯৮২) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এ.আই.এফ.এফ.) একজন ম্যাচ কমিশনার এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (পশ্চিমবঙ্গ) ফুটসল কমিটির টেকনিক্যাল ডিরেক্টর।[১]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

অপরূপ ১৯৮২ সালের ২২ শে এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন।

কর্মজীবন সম্পাদনা

২০১৮ থেকে ২০২১ সালের মধ্যেই অপরূপ এ.আই.এফ.এফ.-এর অধীনে দেড়শোরও বেশি ফুটবল ম্যাচে কমিশনারের দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ডুরান্ড কাপ, হিরো আই-লীগ (দ্বিতীয় ডিভিশন)-এর মতো বড় বড় ট্যুর্নামেন্টও আছে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Patra, Sajal। "Futsal One of the Ways To Improve Standard of Indian Football, Says IFA Technical Director Aparup Chakraborty"www.india.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৭ 
  2. "Football league in Salt Lake for kids"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৭