অন্নাপূর্ণি সুব্রমনিয়াম

ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী

অন্নাপূর্ণি সুব্রমনিয়াম হলেন এক জন ভারতীয় মহিলা জ্যোতিঃষ বিজ্ঞানী।তিনি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্টফিজিক্স এর যুক্ত রয়েছে।তিনি তারা গুচ্ছ ও তারাদের জন্ম এই বিষয়ে কাজ করছেন।.[][]

অন্নাপূর্ণি সুব্রমনিয়াম
জন্ম
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্টফিজিক্স
সন্তান
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রঅ্যাস্টফিজিক্স
প্রতিষ্ঠানসমূহইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্টফিজিক্স
ডক্টরাল উপদেষ্টাপ্রোফেসর রাম সাগর

শিক্ষা

সম্পাদনা

অন্নাপূর্ণি সুব্রমনিয়াম বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ভর্তি হন ভিক্টোরিয়া কলেজ, পালাক্কাড।এর পর তিনি পি.ওইচডি ডিগ্রি লাভ করেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্টোফিজিক্স ব্যঙ্গালোর থেকে ১৯৯৬ সালে।[]

কর্মজীবন

সম্পাদনা

অন্নপূর্ণি সুব্রমনিয়ান ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এ ১৯৯০-১৯৯৬ সাল পর্যন্ত গবেষণা করেছেন।এর পর তিনি ১৯৯৮ সালে পোস্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন এই প্রতিষ্ঠানে।বর্তমানে তিনি বিজ্ঞানী হিসাবে কাজ করে চলেছেন।তিনি ইন্টারন্যাশোনাল অ্যাস্টনমিক্যাল ইউনিয়ন এর সদস্যা।[]

গবেষণা

সম্পাদনা

অন্নাপূর্নি সুব্রমনিয়াম এর প্রধান গবেষণার বিষয়-

  • তারা গুচ্ছ(open and globular)
  • Star formation and pre-MS stars
  • Classical Be & Herbig Ae/Be stars
  • Galactic structure
  • Magellanic Clouds
  • Stellar population []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Women in Science - Annapurni S" (পিডিএফ)। সংগ্রহের তারিখ মার্চ ২২, ২০১৪ 
  2. "Profile - IIA Annapurni S"। সংগ্রহের তারিখ মার্চ ২২, ২০১৪ 
  3. "Annapurni Subramaniam"। Sheisanastronomer.org। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৪ 
  4. "Annapurni Subramaniam"। IAU। ২০১৩-০১-০৭। ২০১৫-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৪ 
  5. "Her list of publications can be found on the Astronomy Database" (ইংরেজি ভাষায়)।