অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতাল

ভারতের একটি হাসপাতাল

অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতাল হল বিহাররে গয়া শহরের একটি সরকারি মেডিকেল কলেজ। এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এবং মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া দ্বারা অনুমোদিত হয়েছিল।[] প্রতিষ্ঠানের নামকরণ বিহার বিভূতি ডঃ অনুগ্রহ নারায়ণ সিনহার নামে করা হয়েছে।

ইতিহাস

সম্পাদনা

কলেজটি দক্ষিণ বিহারের গয়াতে অবস্থিত এবং এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময়ে বিহারে মাত্র তিনটি মেডিকেল কলেজ ছিল: পাটনা, উত্তর বিহারের দারভাঙ্গা এবং আরেকটি বিহারের দক্ষিণাঞ্চলের রাঁচি (বর্তমানে ঝাড়খণ্ড)।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ANMMCH MCI Listing"। Medical Council of India। ২৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১১ 
  2. "History of ANMMCH"। official website। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১১