অনিৰুদ্ধ কায়স্থ ষোড়শ-সপ্তদশ শতকের একজন কবি। তার পিতার নাম রামচন্দ্ৰ বা রামরুদ্ৰদেব। পিতামহ মাধবদেব ককায়েক দামোদর ওরফে রুপচন্দ্ৰ গিরী। পূব কোচ রাজ্যের রাজা রঘূদেব-এর রাজসভার কবি ছিলেন। রাজা রঘূদেবের পৃষ্ঠপোষকতায় তিনি ভাগবত-এর ২য় এবং ৫ম স্কন্ধর পদ বর্ণনা করেন। পঞ্চম খণ্ডের রচনাকাল ১৬০২ সন হতে পারে বলে ধারণা করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বৰ্মন, শিৱনাথ (২০০০). অসমীয়া জীৱনী অভিধান. চ'ফিয়া প্ৰেছ এণ্ড পাব্লিচাৰ্ছ প্ৰা: লি:, গুৱাহাটী