অধিকারী রেলওয়ে স্টেশন
ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন
অধিকারী রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট রেলওয়ে স্টেশন যা কাটিহার-শিলিগুড়ি লাইনে অবস্থিত। এর কোড হল ADQ। এটি অধিকারী শহরে পরিষেবা প্রদান করে। স্টেশনটি দুটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। প্ল্যাটফর্মগুলিতে ভালো যাত্রী ছাউনি নেই। এখানে পানি ও স্যানিটেশনসহ অনেক সুবিধার অভাব রয়েছে।[১]
অধিকারী রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | অধিকারী, দার্জিলিং, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৬°৩৪′৩৬″ উত্তর ৮৮°১০′১২″ পূর্ব / ২৬.৫৭৬৭° উত্তর ৮৮.১৬৯৯° পূর্ব |
উচ্চতা | ১০০ মিটার (৩৩০ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
লাইন | কাটিহার-শিলিগুড়ি রেলপথ |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ৪ ব্রডগেজ |
সংযোগসমূহ | অটো স্ট্যান্ড |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | না |
সাইকেলের সুবিধা | না |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | ADQ |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | কটিহার রেলওয়ে বিভাগ |
বৈদ্যুতীকরণ | না |
অবস্থান | |
প্রধান ট্রেন
সম্পাদনাঅধিকারী থেকে চলাচলকারী কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন হল:
- শিলিগুড়ি-কাটিহার প্যাসেঞ্জার (অসংরক্ষিত)
- কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
- রাধিকাপুর-শিলিগুড়ি ডেমু
- শিলিগুড়ি জংশন-মালদা কোর্ট ডেমু
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ADQ/Adhikari"। India Rail Info।