অঞ্জুম মৌদগিল

একজন ভারতীয় ক্রীড়া শ্যুটার।

অঞ্জুম মৌদগিল (জন্মঃ ৫ই জানুয়ারি, ১৯৯৪) একজন ভারতীয় ক্রীড়া শ্যুটার। তিনি চন্ডীগড়ের বাসিন্দা এবং পাঞ্জাব রাজ্যের প্রতিনিধিত্ব করেন[২][৩][৪][৫]

অঞ্জুম মৌদগিল
২০১৬-র দ্বাদশ সাউথ এশিয়ান গেমসে অঞ্জুম
ব্যক্তিগত তথ্য
জন্ম নামঅঞ্জুম মৌদগিল
জাতীয়তাভারতীয়
জন্ম (1994-01-05) ৫ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)[১]
চন্ডীগড়, ভারত [১]
উচ্চতা১৬৫ সেমি[১]
ওজন৬৯ কেজি[১]
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াশ্যুটিং
বিভাগএয়ার রাইফেল
বিশ্ববিদ্যালয় দলপাঞ্জাব বিশ্ববিদ্যালয়
দলভারতীয় দল
প্রশিক্ষকদীপালি দেশপান্ডে[১]
সাফল্য ও খেতাব
সর্বোচ্চ স্থানবিশ্ব র‍্যাঙ্ক ২ (১০মিটার এয়ার রাইফেল)
পদকের তথ্য
মহিলাদের শ্যুটিং
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৮ চ্যাঙ্গওয়ান ১০ মিটার এয়ার রাইফেল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৮ চ্যাঙ্গওয়ান ১০মিটার এয়ার রাইফেল দলগত বিভাগ
কমনওয়েলথ গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৮ কমনওয়েলথ গেমস ৫০ মিটার রাইফেল থ্রি পোজিসন্স
কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৭ ব্রিসবেন ১০ মিটার এয়ার রাইফেল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৭ ব্রিসবেন ৫০ মিটার রাইফেল প্রোন

প্রাথমিক জীবন সম্পাদনা

চন্ডীগড়ের স্যাক্রেড হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াকালীন, অঞ্জুম শুটিং শুরু করেন[৬]। তিনি চন্ডীগড়ের ডিএভি কলেজ থেকে মানবিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন[৭]। তিনি ক্রীড়া মনোবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। তিনি একজন বিমূর্ত চিত্রশিল্পী এবং তার অনেকগুলি শিল্পকর্ম বিক্রি হয়েছে।

তিনি পাঞ্জাব পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত।

কর্মজীবন সম্পাদনা

২০১৬ সম্পাদনা

তিনি ২০১৬-র মিউনিখ বিশ্বকাপে নবম স্থান পেয়েছিলেন এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক। এছাড়া দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন।

২০১৭ সম্পাদনা

সজ্জন সিং সেঠি স্মৃতি মাস্টার্সের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে রৌপ্য পদক জয়ে করেন তিনি।

২০১৮ সম্পাদনা

  • তিনি আইএসএসএফ মেক্সিকো-বিশ্বকাপে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশন বিভাগে রৌপ্যপদক জিতেছিলেন।
  • কমনওয়েলথ গেমসে তিনি ৩-পোসিসন্স বিভাগে ৪৫৫.৭ পয়েন্ট অর্জন করে রৌপ্যপদক জয় করেন। যোগ্যতার রাউন্ডে, তিনি কমনওয়েলথ বাছাই রেকর্ডটি একটি উল্লেখযোগ্য ব্যবধানে ভঙ্গ করেছিলেন। তার স্কোর ছিল ৫৮৯ (হাটু গেড়ে-১৯৬, প্রোন-১৯৯ এবং দাড়িয়ে-১৯৪)
  • চ্যাঙ্গওয়ানে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০মিটার এয়ার রাইফেল বিভাগে রৌপ্য জয় করে, টোকিও অলিম্পিক ২০২০-র জন্যে কোটা অর্জন করেন।

২০১৯ সম্পাদনা

২০১৯-এর ১লা মে, অঞ্জুম আইএসএসএফ র‌্যাঙ্কিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে দ্বিতীয় স্থানে আসেন। এছাড়া মহিলাদের ৫০ মিটার ৩ পোজিসন্স-এ তিনি ভারতের শ্রেষ্ঠ মহিলা শ্যুটার।

২০২০ সম্পাদনা

  • অঞ্জুম ২০২০-র টোকিও অলিম্পিকসে অংশগ্রহণ করবেন ৫০ মিটার রাইফেল-৩ পোজিসন্স বিভাগে। এর পাশাপাশি তিনি ১০ মিটার এয়ার রাইফেল বিভাগেও অংশ নিতে পারেন দলগত প্রয়োজনের উপর ভিত্তি করে।

পুরস্কার সম্পাদনা

অঞ্জুম হলেন ২০১৯-এর অর্জুন পুরষ্কারের জন্য বাছাই কমিটি দ্বারা নির্বাচিত উনিশ জন অ্যাথলিটদের মধ্যে অন্যতম[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Anjum Moudgil"। Gold Coast 2018। ১৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮ 
  2. "Shooting World Cup: Anjum Moudgil wins silver in women's Rifle 3 Positions"The Times of India। ৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  3. "With bullets and paintbrush, shooter Anjum Moudgil finds her range and canvas"Andrew Amsan। Indian Express। ১৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  4. "After shooting silver, Anjum says Haryana,Chandigarh did not back her"Kartik SoodThe Times of India। ১০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮ 
  5. "CWG 2018: Complete list of India's gold medalist from 21st Commonwealth Games in Gold Coast"Times Now। ১৫ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮ 
  6. "Shooter of the week aiming high"The Times of India। ২৪ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯ 
  7. "4 DAV College-10 shooters all set for World Cup"Hindustan Times। ৫ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  8. Service, Tribune News। "Shooter Anjum elated over Arjuna honour"Tribuneindia News Service। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা