অঙ্গুলিসঞ্চালন (যৌন ক্রিয়া)
একটি যৌন উদ্দীপক ক্রিয়া
(অঙ্গুলিসঞ্চালন থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (ফেব্রুয়ারি ২০২৫) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
অঙ্গুলিসঞ্চালন হচ্ছে যোনি কিংবা পায়ুপথে নিজের বা অন্য কারো আঙ্গুল ঢুকিয়ে যৌনানন্দ লাভ করা। সাধারণত এ ধরনের যৌনক্রিয়া শৃঙ্গারের অন্তর্ভুক্ত যা মূল অন্তর্ভেদী যৌনমিলন করার আগে মানুষ করে, যদিও ক্ষেত্র বিশেষে শুধু আনন্দ করার জন্যও ব্যবহৃত হয়ে থাকে।[১][২] এই প্রকার যৌনক্রিয়াকে এক ধরনের হস্তমৈথুন বা স্বমেহন বলা হবে যদি আঙ্গুল প্রবেশকারী নিজেই নিজের পায়ু বা যোনিপথে আঙ্গুল ঢোকায়।


যোনিতে উপর দিয়ে ভগাঙ্কুর নাড়াচাড়া করাটাও অঙ্গুলিসঞ্চালন হিসেবে পরিগণিত।[২][৩]
তথ্যসূত্র
- ↑ Kammerer-Doak, Dorothy; Rogers, Rebecca G. (২০০৮)। "Female sexual function and dysfunction"। Obstetrics and Gynecology Clinics of North America। ৩৫ (২): ১৬৯–১৮৩, vii। আইএসএসএন 0889-8545। ডিওআই:10.1016/j.ogc.2008.03.006। পিএমআইডি 18486835।
- ↑ ক খ Carroll, Janell (২০০৯-০১-২৯)। Sexuality Now: Embracing Diversity (ইংরেজি ভাষায়)। Cengage Learning। পৃষ্ঠা ১১৮। আইএসবিএন 978-0-495-60274-3।
- ↑ O'Connell, Helen E.; Sanjeevan, Kalavampara V.; Hutson, John M. (২০০৫)। "Anatomy of the clitoris"। The Journal of Urology। ১৭৪ (৪–১): ১১৮৯–১১৯৫। আইএসএসএন 0022-5347। ডিওআই:10.1097/01.ju.0000173639.38898.cd। পিএমআইডি 16145367।