অগ্নি সুরক্ষা (Fire protection) বলতে কোনও অগ্নিকাণ্ডের সম্ভাব্য ধ্বংসাত্মক উত্তাপ ও ধোঁয়ার কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ক্ষতি হ্রাসের জন্য গৃহীত কার্যকলাপ ও সেগুলি অধ্যয়নকে বোঝানো হয়।[১][২] এটিতে আগুনের আচরণ, প্রকোষ্ঠীকরণ, দমন ও তদন্ত ও এ-সংক্রান্ত জরুরি অবস্থাগুলি এবং এর পাশাপাশি আগুন থেকে সুরক্ষা প্রদানকারী উপাদান ও ব্যবস্থাগুলির গবেষণা, উন্নয়ন, নির্মাণ, উৎপাদন, পরীক্ষণ ও প্রয়োগ সম্পর্কেও অধ্যয়ন করা হয়। স্থলভাগ ও জলভাগের স্থাপনা এমনকি জাহাজের ক্ষেত্রেও মালিক ও পরিচালকদের আইনের ভিত্তিতে করা মূল নকশার সাথে সাযুজ্য বজায় রেখে তাদের সুযোগসুবিধাগুলির রক্ষণাবেক্ষণ করতে হয়, যে আইনগুলির মধ্যে স্থানীয় ভবন আইনসমগ্র ও অগ্নি আইনসমগ্র অন্তর্ভুক্ত থাকে এবং যে আইনগুলি এখতিয়ারবিশিষ্ট কর্তৃপক্ষ বলবৎ করে।

জার্মানির একটি তাঁবুতে বসবাসের স্থানে সর্বোচ্চ স্তরের অগ্নিজাত বিপদের ব্যাপারে সতর্কবার্তা ফলক

যখন কোনও ভবনে কোনও অগ্নিকাণ্ড ঘটে, তখন অগ্নি নির্বাপণ কর্মীবৃন্দ, অগ্নিকাণ্ড তদন্তরকারী কর্মকর্তাবৃন্দ ও অনান্য অগ্নি প্রতিরোধ কর্মকর্তা-কর্মচারীরা সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, তদন্ত পরিচালনা ও আগুনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি থেকে শেখার জন্য তলবপ্রাপ্ত হন। এভাবে শেখা বিষয়গুলি ভবন আইন ও অগ্নি আইনগুলিকে হালনাগাদ করার কাজে প্রয়োগ করা হতে পারে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. NFPA Fire Protection Handbook, pg. 2-19
  2. Christopher Gorse; David Johnston; Martin Pritchard), সম্পাদকগণ (২০২০), A Dictionary of Construction, Surveying and Civil Engineering (2 সংস্করণ), Oxford University Press 

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা