অগ্নি পিঁপড়া

কীটপতঙ্গের গণ

সোলেনোপসিস বর্গের বিভিন্ন প্রজাতির পিঁপড়ার সাধারণ নাম হলো অগ্নি পিঁপড়া। ইংরেজিতে একে বলা হয় Fire Ant বা ফায়ার পিঁপড়া। বিশ্বজুড়ে ২০০টি বিভিন্ন প্রজাতির সমন্বয়ে এরা সোলেনোপসিস বর্গের একটি সংখ্যালঘু প্রজাতি। সোলেনোপসিস হলো বিষাক্ত বা পীড়াদায়ক পিঁপড়া বর্গ যা এদের সাধারণ নাম শুনেই বুঝা যায়। যেমন- আদা পিঁপড়া (ginger ants) ও ক্রান্তীয় অগ্নি পিঁপড়া (tropical fire ants)।

অগ্নি পিঁপড়া
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
উপপর্ব: Hexapoda
শ্রেণী: Insecta
বর্গ: Hymenoptera
মহাপরিবার: Vespoidea
পরিবার: Formicidae
গণ: Solenopsis
দ্বিপদী নাম
Solenopsis
বৈচিত্র্য[১]
২০১ টি প্রজাতি

উজ্জ্বল বাদামি রংয়ের জন্য এদের কতক প্রজাতিকে লাল পিঁপড়া বলা হয় যদিও একই নামে আরো প্রজাতি রয়েছে যেগুলো এনামেই পরিচিত তবে বিভিন্ন কারণে। উদাহরণস্বরূপ Myrmica rubra ও Pogonomyrmex barbatus পিঁপড়ার কথা বলা যায়।[২]

প্রজাতি সম্পাদনা

সোলেনোপসিস বর্গে মোট ২০০ টি প্রজাতি অন্তর্ভুক্ত রয়েছে। [১] উল্লেখ্য যে সোলেনোপসিস বর্গের প্রায় অধিকাংশ প্রজাতির সাধারণ নাম অগ্নি পিঁপড়া হলেও সমস্ত প্রজাতি অগ্নি পিঁপড়া হিসাবে পরিচিত নয়। যেমন, চোরা পিঁপড়া সোলেনোপসিস বর্গের হলেও ক্ষুদ্রাকায় ধীরপদী ও হুল ফোটাতে অক্ষম হওয়ায় এরা অগ্নি পিঁপড়া নয়। 'সত্য অগ্নি পিঁপড়া' হলো হলো ২০ টি সোলেনোপসিস প্রজাতির বড়ো আকৃতিবিশিষ্ট পিপড়াদের একটি বৃহৎ দল। এরা রেগে গেলে দলবেঁধে শত্রুর উপর ভয়ংকরভাবে আক্রমণ শুরু করে তাদের শক্তিশালী হুল দিয়ে।[৩] উল্লেখযোগ্য কয়েকটি সোলেনোপসিস প্রজাতি।

  • Solenopsis invicta (Buren, 1972)
  • Solenopsis richteri (Forel, 1909)
  • Solenopsis saevissima (Smith, 1855)
  • Solenopsis silvestrii (Emery, 1906)
  • Solenopsis solenopsidis (Kusnezov, 1953)
  • Solenopsis xyloni (McCook, 1879)
  • Solenopsis geminata (Fabricius, 1804)

তথ্যসূত্র সম্পাদনা

  1. টেমপ্লেট:AntCat
  2. Reins, Dusty। "Species: Pogonomyrmex barbatus - Red Harvester Ant"। Wildcat Bluff Nature Center। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪ 
  3. Pitts, James P.; Camacho, Gabriela P.; Gotzek, Dietrich; Mchugh, Joseph V.; Ross, Kenneth G. (এপ্রিল ২০১৮)। "Revision of the Fire Ants of the Solenopsis saevissima Species-Group (Hymenoptera: Formicidae)"। Proceedings of the Entomological Society of Washington120 (2): 308–411। আইএসএসএন 0013-8797ডিওআই:10.4289/0013-8797.120.2.308