অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, গুয়াহাটি
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, গুয়াহাটি (এআইআইএমএস গুয়াহাটি) ভারতের আসাম রাজ্যের চাংসারির ( গুয়াহাটির কাছে) জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান (আইএনআই), সরকারি মেডিকেল স্কুল ও হাসপাতাল এবং অন্যতম একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস)। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৭ সালের ২৬শে মে প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[১] প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত বার্ষিক ৫০ জন এমবিবিএস শিক্ষার্থী রয়েছে। ৫০ জন এমবিবিএস শিক্ষার্থীর প্রথম ব্যাচের জন্য একাডেমিক কার্যক্রম ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল।
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০২০ |
সভাপতি | অধ্যাপক চিত্রা সরকার |
পরিচালক | ডা. রামজি সিং |
শিক্ষার্থী | ১০০ |
অবস্থান | , , ২৬°১৫′০৮″ উত্তর ৯১°৪১′৪৪″ পূর্ব / ২৬.২৫২৩° উত্তর ৯১.৬৯৫৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | স্বায়ত্তশাসিত এইমস |
ওয়েবসাইট | aiimsguwahati |
শিক্ষাবিদ
সম্পাদনাতৎকালীন মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন এমবিবিএস ছাত্রদের প্রথম ব্যাচের জন্য একাডেমিক প্রোগ্রাম ২০২১ সালের জানুয়ারি মাসে উদ্বোধন করেছিলেন।[২] ইনস্টিটিউটটি ৫০ জন এমবিবিএস ছাত্রের সঙ্গে চালু হয়, যা ২০২১-২১ শিক্ষাবর্ষে চালু হওয়া চারটি এইমস-এর মধ্যে একটি। ইনস্টিটিউটটি ২০২১ সালে গৌহাটি মেডিকেল কলেজের নরকাসুর পাহাড়ের চূড়ায় একটি অস্থায়ী বিদ্যায়তন থেকে কাজ করছে, এটির পরামর্শক হিসাবে এইমস ভুবনেশ্বর নিযুক্ত রয়েছে।[৩]
রোগীর সেবা
সম্পাদনাইনস্টিটিউটে ২৫ টিরও বেশি বিশেষত্ব ও সুপার-স্পেশালিটি বিভাগ সহ একটি ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকবে। এটি বহির বিভাগে রোগী পরিষেবা ও ডায়াগনস্টিক পরিষেবাগুলি থেকে আলাদা। আয়ুষের অধীনে পরিষেবা দেওয়ার জন্য আলাদা সুবিধাও থাকবে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "PM lays foundation of Guwahati AIIMS"। Business Standard। ২০১৭-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫।
- ↑ "Union health minister inaugurates AIIMS Guwahati academic programme"। Times of India। The Times of India। ২০২১-০১-১২। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫।
- ↑ "Inaugural academic programme of AIIMS Guwahati held"। The Shillong Times। ২০২১-০১-১২। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭।