অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, গুয়াহাটি

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, গুয়াহাটি (এআইআইএমএস গুয়াহাটি) ভারতের আসাম রাজ্যের চাংসারির ( গুয়াহাটির কাছে) জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান (আইএনআই), সরকারি মেডিকেল স্কুল ও হাসপাতাল এবং অন্যতম একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস)। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৭ সালের ২৬শে মে প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[১] প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত বার্ষিক ৫০ জন এমবিবিএস শিক্ষার্থী রয়েছে। ৫০ জন এমবিবিএস শিক্ষার্থীর প্রথম ব্যাচের জন্য একাডেমিক কার্যক্রম ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, গুয়াহাটি
ধরনসরকারি
স্থাপিত২০২০
সভাপতিঅধ্যাপক চিত্রা সরকার
পরিচালকডা. রামজি সিং
শিক্ষার্থী১০০
অবস্থান, ,
২৬°১৫′০৮″ উত্তর ৯১°৪১′৪৪″ পূর্ব / ২৬.২৫২৩° উত্তর ৯১.৬৯৫৬° পূর্ব / 26.2523; 91.6956
অধিভুক্তিস্বায়ত্তশাসিত এইমস
ওয়েবসাইটaiimsguwahati.ac.in
মানচিত্র

শিক্ষাবিদ সম্পাদনা

তৎকালীন মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন এমবিবিএস ছাত্রদের প্রথম ব্যাচের জন্য একাডেমিক প্রোগ্রাম ২০২১ সালের জানুয়ারি মাসে উদ্বোধন করেছিলেন।[২] ইনস্টিটিউটটি ৫০ জন এমবিবিএস ছাত্রের সঙ্গে চালু হয়, যা ২০২১-২১ শিক্ষাবর্ষে চালু হওয়া চারটি এইমস-এর মধ্যে একটি। ইনস্টিটিউটটি ২০২১ সালে গৌহাটি মেডিকেল কলেজের নরকাসুর পাহাড়ের চূড়ায় একটি অস্থায়ী বিদ্যায়তন থেকে কাজ করছে, এটির পরামর্শক হিসাবে এইমস ভুবনেশ্বর নিযুক্ত রয়েছে।[৩]

রোগীর সেবা সম্পাদনা

ইনস্টিটিউটে ২৫ টিরও বেশি বিশেষত্ব ও সুপার-স্পেশালিটি বিভাগ সহ একটি ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকবে। এটি বহির বিভাগে রোগী পরিষেবা ও ডায়াগনস্টিক পরিষেবাগুলি থেকে আলাদা। আয়ুষের অধীনে পরিষেবা দেওয়ার জন্য আলাদা সুবিধাও থাকবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "PM lays foundation of Guwahati AIIMS"। Business Standard। ২০১৭-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫ 
  2. "Union health minister inaugurates AIIMS Guwahati academic programme"Times of India। The Times of India। ২০২১-০১-১২। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫ 
  3. "Inaugural academic programme of AIIMS Guwahati held"The Shillong Times। ২০২১-০১-১২। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৭