অক্সিটেনিস মোডেস্টিয়া

কীটপতঙ্গের প্রজাতি

অক্সিটেনিস মোডেসিয়া একটি মথ প্রজাতি। এটি গ্রীষ্মমণ্ডলীয় আমেরিকান সিল্কওয়ার্ম মথ নামেও পরিচিত। এটি স্যাটারনিডাই পরিবারের সদস্য। ১৭৮০ সালে সালে পিটার ক্রেমার মথটিকে বর্ণনা করেছিলেন। [১] এটি গুয়াতেমালা থেকে উত্তর দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেখা যায়।

অক্সিটেনিস মোডেস্টিয়া
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: আর্থ্রোপোডা (Arthropoda)
শ্রেণি: ইনসেক্টা (Insecta)
বর্গ: লেপিডোপ্টেরা (Lepidoptera)
পরিবার: স্যাটারনিডাই (Saturniidae)
গণ: Oxytenis
(ক্রেমার, ১৭৮০)
প্রজাতি: O. modestia
দ্বিপদী নাম
Oxytenis modestia
(ক্রেমার, ১৭৮০)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Savela, Markku। "Oxytenis modestia (Cramer, [1780])"Lepidoptera and Some Other Life Forms। সংগ্রহের তারিখ নভেম্বর ৭, ২০১৮