অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সেলেন্স

অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সিলেন্স (সংক্ষেপে: আপ্যাক্স) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অকল্যান্ড পার্কে অবস্থিত একটি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান।[১] প্রতিষ্ঠানটি ২০১১ সালের শিক্ষাবর্ষের শুরুতে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রমটি দক্ষিণ আফ্রিকার প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রালয় দ্বারা নির্ধারিত জাতীয় পাঠ্যক্রমের ভিত্তিতে তৈরি। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি ইসলামিক পাঠ্যক্রমও অনুসরণ করে।[২]

অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সেলেন্স
অবস্থান
মানচিত্র
, ,
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল২০১১
প্রতিষ্ঠাতানাজির তালিয়া, ইউনুস গাঙ্গাত
বিদ্যালয় বোর্ডনাজির তালিয়া, ইউনুস গাঙ্গাত, ফাহিম মাহোমদ, মোহাম্মদ গাঙ্গাত, আসিফ মুসা, ফাতিমা তালিয়া, সিকন্দর ওয়াদভালা
অধ্যক্ষরাদিয়া ওয়াদভালা
ভর্তিপ্রায় ৫০০
ওয়েবসাইটwww.apax.co.za

শিক্ষায়তনিক সম্পাদনা

২০১৭ সালের হিসাবে অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সিলেন্সে ১ থেকে ১২ গ্রেড পর্যন্ত পাঠদান কার্যক্রম ছিল। এগুলি ফাউন্ডেশন, উচ্চমাধ্যমিক এবং এফইটি (আরও শিক্ষা এবং প্রশিক্ষণ) পর্যায় হিসাবে পরিচিত। ২০১১ সালে ১ থেকে ৬ গ্রেড দিয়ে প্রতিষ্ঠানটি পাঠদান শুরু হয়। প্রতিষ্ঠানটি প্রতিটি শিক্ষাবর্ষে ২০১৭ সাল অবধি একটি অতিরিক্ত গ্রেড যুক্ত করেছে। বর্তমানে এসব পর্যায় রয়েছেঃ

  • জুনিয়র প্রাথমিক[৩]
  • সিনিয়র প্রাইমারী (৪ থেকে ৭ গ্রেড পর্যন্ত)[৪]
  • আপ্যাক্স মাধ্যমিক (৮ থেকে ১১ গ্রেড পর্যন্ত)[৫]
  • ইসলামিয়াত (১ থেকে ১২ গ্রেড পর্যন্ত)[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ২০১১-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-১১ 
  2. "Islamiaat"Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬ 
  3. "Junior Primary"Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬ 
  4. "Senior Primary"Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬ 
  5. "APAX Secondary"Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা