অংশুমান সিং (ক্যাপ্টেন)

ক্যাপ্টেন অংশুমান সিং (১৯৯৭ – ১৯ জুলাই ২০২৩) পাঞ্জাব রেজিমেন্টের ২৬তম ব্যাটালিয়নে ভারতীয় রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ছিলেন। সিয়াচেনে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনার সময় তার ব্যতিক্রমী সাহসিকতা ও দৃঢ়তার জন্য তাকে মরণোত্তরভাবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার কীর্তি চক্রে ভূষিত করা হয়েছিল।


অংশুমান সিং

ক্যাপ্টেন অংশুমান সিং
জন্ম১৯৯৭ (1997)
বারদিহা দলপত, দেওরিয়া জেলা, উত্তরপ্রদেশ, ভারত
মৃত্যু১৯ জুলাই ২০২৩(২০২৩-০৭-১৯) (বয়স ২৬)
সিয়াচেন হিমবাহ অঞ্চল
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯ মার্চ ২০২০  – ১৯ জুলাই ২০২৩
পদমর্যাদা ক্যাপ্টেন
সার্ভিস নম্বরMS-20323K
ইউনিট পাঞ্জাব রেজিমেন্ট
পুরস্কার কীর্তি চক্র
মাতৃশিক্ষায়তনআর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
দাম্পত্য সঙ্গীস্মৃতি সিং (বি. ২০২৩)
সম্পর্ক
  • রবি প্রতাপ সিং (পিতা)
  • মঞ্জু সিং (মাতা)