'দুল-'দ্জিন-থাগ-মা-পা-কা-বা-দার-সেং

দ্বাদশ শতাব্দীর তিব্বতী পণ্ডিত

'দুল-'দ্জিন-থাগ-মা-পা-কা-বা-দার-সেং (ওয়াইলি: 'dul 'dzin thag ma pa ka ba dar seng) দ্বাদশ শতাব্দীর একজন বিখ্যাত তিব্বতী পণ্ডিত ছিলেন।

'দুল-'দ্জিন-থাগ-মা-পা-কা-বা-দার-সেং

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

'দুল-'দ্জিন-থাগ-মা-পা-কা-বা-দার-সেং মধ্য তিব্বতে দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে জন্মগ্রহণ করেন। তিনি 'দুল-'দ্জিন-ছেন-পো-শা-মি-স্মোন-লাম-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: 'dzul 'dzin chen po sha mi smon lam tshul khrims) নামক এক বৌদ্ধ পণ্ডিতের নিকট বিনয় সম্বন্ধে শিক্ষা গ্রহণ করেন এবং 'দুল-'দ্জিন বা বিনয়ের ধারক উপাধি লাভ করেন। তিনি স্নে'উ-জুর-বা-য়ে-শেস-'বার (ওয়াইলি: sne'u zur ba ye shes 'bar) নামক পণ্ডিতের নিকট লাম-রিম সম্বন্ধে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি স্তোদ-লুং-থাগ-মা (ওয়াইলি: stod lung thag ma) নামক স্থানে বসবাস শুরু করেন এবং প্রচুর ছাত্রদের শিক্ষাদান করেন। তার উল্লেখযোগ্য ছাত্র ছিলেন শুদ-বু-নাম-ম্খা'-সেং-গে (ওয়াইলি: shud bu nam mkha' seng ge), দ্বোন-দ্পাল-ছেন-র্দো-র্জে-গ্ঝোন-নু (ওয়াইলি: dbon dpal chen rdo rje gzhon nu) এবং স্বাল-তি-জো-স্রাস (ওয়াইলি: sbal ti jo sras)।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (সেপ্টেম্বর ২০১০)। "Duldzinpa Takmapa Kawa Darseng"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters 

আরো পড়ুন সম্পাদনা

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p. 267.