'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান

'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jam dbyangs bstan pa'i rgyal mtshan) (১৯৩৯-১৯৪৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের সপ্তম স্দে-খ্রি রিন-পো-ছে (ওয়াইলি: sde khri rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান ১৯৩৯ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে দ্পাল-র্গুর-'বুম-খাং (ওয়াইলি: dpal rgur 'bum khang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ল্হা-মো-দোন-গ্রুব (ওয়াইলি: lha mo don grub) এবং মাতার নাম ছিল র্তা-ম্গ্রিন-স্ক্যিদ (ওয়াইলি: rta mgrin skyid)। ব্লো-ব্জাং-'জাম-দ্ব্যাংস-য়ে-শেস-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo bzang 'jam dbyangs ye shes bstan pa'i rgyal mtshan) নামক পঞ্চম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে স্কাল-ব্জাং-ম্খ্যেন-রাব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: skal bzang mkhyen rab rgya mtsho) নামক ষষ্ঠ স্দে-খ্রি রিন-পো-ছে (ওয়াইলি: sde khri rin po che) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। স্কাল-ব্জাং-দ্কোন-ম্ছোগ-র্গ্যা-মতশো (ওয়াইলি: skal bzang dkon mchog rgya mtsho) নামক বৌদ্ধ লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৯৪৪ খ্রিষ্টাব্দে মাত্র পাঁচ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dorje, Sonam (ডিসেম্বর ২০১৩)। "The Seventh Detri, Jamyang Tenpai Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৪ 
পূর্বসূরী
স্কাল-ব্জাং-ম্খ্যেন-রাব-র্গ্যা-ম্ত্শো
'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
সপ্তম স্দে-খ্রি রিন-পো-ছে
উত্তরসূরী
'জাম-দ্ব্যাংস-থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো