'জাম-দ্ব্যাংস-ব্লো-গ্রোস-সেং-গে

'জাম-দ্ব্যাংস-ব্লো-গ্রোস-সেং-গে (ওয়াইলি: 'jam dbyangs blo gros seng ge) (১৩৪৫-১৩৯০) তিব্বতের রালুং বৌদ্ধবিহারের অষ্টম প্রধান ছিলেন। 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠীর ঐতিহ্যে প্রচলিত ম্ন্যাম-মেদ-সেং-গে-দ্গু (ওয়াইলি: mnyam med seng ge dgu) বা নয় অতুলনীয় সিংহের মধ্যে তাকে নবম সিংহ হিসেবে পরিগণিত করা হয়।

'জাম-দ্ব্যাংস-ব্লো-গ্রোস-সেং-গে

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

'জাম-দ্ব্যাংস-ব্লো-গ্রোস-সেং-গে ১৩৪৫ খ্রিষ্টাব্দে মুস্তাং অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি 'জাম-দ্ব্যাংস-কুন-দ্গা'-সেং-গে (ওয়াইলি: 'jam dbyangs kun dga' seng+ge) নামক রালুং বৌদ্ধবিহারের ষষ্ঠ প্রধানের পুত্র ছিলেন। তিনি ব্সোদ-নাম্স-ব্লো-গ্রোস (ওয়াইলি: bsod nams blo gros) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি রালুং বৌদ্ধবিহারের অষ্টম প্রধান হিসেবে নির্বাচিত হন। তার অন্যতম উল্লেখযোগ্য শিষ্য ছিলেন শেস-রাব-সেং-গে (ওয়াইলি: shes rab seng ge) ও 'জাম-দ্ব্যাংস-য়ে-শেস-রিন-ছেন (ওয়াইলি: 'jam dbyangs ye shes rin chen) নামক তার দুই পুত্র এবং ম্খ্যেন-ব্র্ত্সে-র্তোগ্স-ল্দান (ওয়াইলি: mkhyen brtse rtogs ldan) নামক ভিক্ষু।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (মার্চ ২০১০)। "Lodro Sengge"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৪ 

আরো পড়ুন সম্পাদনা

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 671–672.
পূর্বসূরী
সেং-গে-র্গ্যাল-পো
'জাম-দ্ব্যাংস-ব্লো-গ্রোস-সেং-গে
রালুং বৌদ্ধবিহারের অষ্টম প্রধান
উত্তরসূরী
শেস-রাব-সেং-গে