পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়

(West Bengal University of Health Sciences থেকে পুনর্নির্দেশিত)

পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি বিশেষায়িত স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্যবিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটাতে কলকাতা, বর্ধমানউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই সকল বিভাগগুলিকে এক ছাতার তলায় এনে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি আইন পাস করে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যঅধ্যবসায় শ্রেষ্ঠত্বের দিকে পরিচালিত করে
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৩
আচার্যপশ্চিমবঙ্গের রাজ্যপাল
উপাচার্যঅধ্যাপিকা(ডাঃ) সুহৃতা পাল [১]
অবস্থান
২২°৩৫′৩০″ উত্তর ৮৮°২৪′৪৪″ পূর্ব / ২২.৫৯১৬৫৫৮° উত্তর ৮৮.৪১২৩২৪৭° পূর্ব / 22.5916558; 88.4123247
শিক্ষাঙ্গনশহরাঞ্চলীয়
অধিভুক্তি
ওয়েবসাইটwbuhs.ac.in উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সম্পাদনা

আধুনিক চিকিৎসাবিদ্যা সম্পাদনা

হোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যা সম্পাদনা

  • ন্যাশানাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি।
  • দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • ডি এন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • খড়্গপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • নিতাই চরণ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসানসোল
  • বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ফার্মেসি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা