ব্লাইদের ট্রাগোপ্যান

পাখির প্রজাতি
(Tragopan blythii থেকে পুনর্নির্দেশিত)

ব্লাইদের ট্রাগোপ্যান (বৈজ্ঞানিক নাম: Tragopan blythii) (ইংরেজি Blyth's Tragopan বা Grey-bellied Tragopan) Phasianidae পরিবারের Tragopan গণের একটি পাখি।

ব্লাইদের ট্রাগোপ্যান
Blyth's tragopan
ব্লাইদের ট্রাগোপ্যান
Blyth's tragopan
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Galliformes
পরিবার: Phasianidae
উপপরিবার: Phasianinae
গণ: Tragopan
প্রজাতি: T. blythii
দ্বিপদী নাম
Tragopan blythii
(Jerdon, 1870)

বিস্তৃতি সম্পাদনা

এই পাখি শীত, চিরহরিৎ অঞ্চলে থাকতে পছন্দ করে। ভারত, চীন, ভুটান, মায়ানমার পর্যন্ত বিস্তৃত।

বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

বৈশ্বিক অবস্থা সংকটাপন্ন এবং বাংলাদেশের অবস্থায় অনিশ্চিত ও অনুমান নির্ভর, অনিশ্চিত ও অনুমান নির্ভর।কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, তবে অপ্রমাণিত। সবচেয়ে কাছের আবাস ভারতের মিজোরাম ও মায়ানমার।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tragopan blythii"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩