সানডে চিজোবা

নাইজেরীয় ফুটবলার
(Sunday Chizoba থেকে পুনর্নির্দেশিত)

সানডে চিজোবা এনওয়াদিয়ালু (ইংরেজি: Sunday Chizoba; জন্ম: ১০ অক্টোবর ১৯৮৯; সানডে চিজোবা নামে সুপরিচিত) হলেন একজন নাইজেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি সর্বশেষ বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব রহমতগঞ্জের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

সানডে চিজোবা
২০১৯ সালে ঢাকা আবাহনীর হয়ে চিজোবা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সানডে চিজোবা এনওয়াদিয়ালু
জন্ম (1989-10-10) ১০ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থান নাইজেরিয়া
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ ক্রাউন
২০১১–২০১২ মুক্তিযোদ্ধা সংসদ
২০১২–২০১৩ শেখ জামাল
২০১৩–২০১৪ মুক্তিযোদ্ধা সংসদ
২০১৪–২০১৫ চার্চিল ব্রাদার্স
২০১৫–২০২০ ঢাকা আবাহনী ৪০ (৩৪)
২০২১ ঢাকা আবাহনী ১১ (৯)
২০২২ রহমতগঞ্জ ২১ (১২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:১২, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

২০১০–১১ মৌসুমে, নাইজেরীয় ক্লাব ক্রাউনের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১১–১২ মৌসুমে তিনি বাংলাদেশী ক্লাব মুক্তিযোদ্ধা সংসদে যোগদান করেছেন। মুক্তিযোদ্ধা সংসদে মাত্র ১ মৌসুম অতিবাহিত করার পর শেখ জামালের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি মুক্তিযোদ্ধা সংসদ, চার্চিল ব্রাদার্স এবং ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন।[১][২] ২০২১–২২ মৌসুমে, তিনি ঢাকা আবাহনী হতে বাংলাদেশী ক্লাব রহমতগঞ্জে যোগদান করেছেন।

ব্যক্তিগতভাবে, চিজোবা বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮ বাংলাদেশ ফেডারেশন কাপের শীর্ষ গোলদাতার পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, চিজোবা এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি ঢাকা আবাহনীর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সানডে চিজোবা এনওয়াদিয়ালু ১৯৮৯ সালের ১০ই অক্টোবর তারিখে নাইজেরিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sunday, Eleta highlight of lukewarm transfer window"The Daily Star। ১ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৯ মে ২০২১ 
  2. "BFF, clubs optimistic to complete the league"New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh। ৯ মে ২০২১। সংগ্রহের তারিখ ৯ মে ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা