মাইকেল ডগলাস

আমেরিকান অভিনেতা এবং প্রযোজক
(Michael Douglas থেকে পুনর্নির্দেশিত)

মাইকেল কার্ক ডগলাস (জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৪৪)[১] হলেন একজন একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। ১৯৭৫ সালে ডগলাস ওয়ান ফ্লু ওভার দ্য কাকুস নেস্ট প্রযোজনা করেন যা শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার জয় করে।[২] ডগলাস অলিভার স্টোন পরিচালিত চলচ্চিত্র ওয়াল স্ট্রিটে গর্ডন গেকো চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এর জন্য তিনি একাডেমি পুরস্কার অর্জন করেন।[৩]

মাইকেল ডগলাস
২০১৩ সালের দুভিল আমেরিকান চলচ্চিত্র উৎসবে মাইকেল ডগলাস
জন্ম
মাইকেল কার্ক ডগলাস

(1944-09-25) সেপ্টেম্বর ২৫, ১৯৪৪ (বয়স ৭৯)
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র এবং বারমুডা
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা (বি.এ. ১৯৬৮)
পেশাঅভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৬৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীডায়ান্ড্রা লুকার (বি. ১৯৭৭১৯৯৫)
ক্যাথেরিন জেটা জোন্স (বি. ২০০০)
সন্তান
পিতা-মাতাকার্ক ডগলাস
ডায়না ডিল

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:মাইকেল ডগলাস