হিন্দুধর্মের শব্দকোষ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(List of Hindu terms থেকে পুনর্নির্দেশিত)

হিন্দুধর্ম-সংক্রান্ত নাম, অভিধা ও শব্দাবলির তালিকা নিচে দেওয়া হল। এই তালিকায় হিন্দুধর্মহিন্দু প্রথা ও রীতিনীতি, উভয়-সংক্রান্ত শব্দই স্থান পেয়েছে। শব্দগুলি সংস্কৃত বা অন্যান্য ভারতীয় ভাষা থেকে উৎসারিত। এই তালিকার প্রধান উদ্দেশ্য হল একটি বা দুটি কথায় কোনো একটি বিশেষ শব্দের ব্যাখ্যা করা এবং হিন্দুধর্মের পারিভাষিক শব্দগুলি সম্পর্কে একটি সাধারণ ধারণা সৃষ্টি করা।

  • আগ্নেয়াস্ত্র (आग्नेयास्त्र): অগ্নিদেব কর্তৃক নির্মিত আগ্নেয়াস্ত্র।
  • আচার্য (आचार्य): শিক্ষক বা গুরু
  • আত্মা (आत्‍मा): মানবের অন্তর্নিহিত সত্ত্বা, যার সৃষ্টি বা লয় নেই।
  • আদি শংকর (आदि शङ्कर): প্রথম হিন্দু দার্শনিক যিনি অদ্বৈত বেদান্ত প্রচার করেন।
  • আরণ্যক (आरण्यक): হিন্দু শ্রুতি শাস্ত্রের অন্তর্গত দর্শন গ্রন্থ।
  • আর্য: সংস্কৃত ভাষায় লিখিত শ্লোক তথা পৌরাণিক গ্রন্থসমূহতে আর্যদের উল্লেখ পাওয়া যায়। সেখানে আর্য বলতে জ্ঞানী বা বুদ্ধিমান লোকদের বোঝানো হয়েছে। আবার কারও মতে, আর্য শব্দের অর্থ ঈশ্বরের পুত্র। ঈশ্বরের অনেক পুত্রদের মধ্যে যে পিতার আজ্ঞাবহ, অনুগত, ও জ্ঞানশীল সে আর্য নামে অভিহিত হতো। এই ধারণা অনুয়ায়ী ভারতবর্ষে বসবাসকারী লোকদের ঈশ্বরের পুত্র তথা অত্যন্ত জ্ঞানী মনে করা হয়। ভারতবর্ষে এই শ্রেণীর লোকদের বসবাস হওয়ায় তা আর্যদেশ/আর্যবর্ত হিসেবে পরিচিতি লাভ করে।
  • আরতি: কাউকে স্বাগত জানানোর জন্য হিন্দু রীতি।
  • ঋষ্যমৃঙ্ঘ: বিভান্ডক মুনির পুত্র। নদীতে স্নানরতা উর্বশীকে দেখে বিভান্ডক মুনির বীর্য়স্খলন হলে নদীতীরে জলপানরত একটি হরিনী সেই শুক্রমিশ্রিত জল পান করে গর্ভবতী হয়ে পরে এবং ঋষ্যমৃঙ্গের জন্ম হয়।
  • একলব্য: একলব্য ছিলেন এক আদিবাসী জাতির রাজপুত্র। যুদ্ধবিদ্যা শেখার জন্য তিনি গুরু দ্রোণের কাছে গিয়েছিলেন। কিন্তু ক্ষত্রিয় না হওয়ায় দ্রোণ তাকে শিষ্য হিসাবে গ্রহণ করেননি।
  • ডাকিনী: হিন্দু পুরাণ অনুসারে অসুরের নারী আত্মা।
  • দশরথ: রামের পিতা। অযোধ্যার রাজা।
  • ভজন: আধ্যাত্মিকতার অনুশীলনের জন্য ব্যাবহার করা হয় এমন একটি হিন্দু ভক্তিমূলক গান।
  • ব্রহ্মা: সৃষ্টিকর্তা দেবতা। ত্রিদেবের একজন।
  • শিমলা
  • শ্রেয়স
  • শৌনক
  • সৌভিক
  • স্বস্তিকা

পাদটীকা

সম্পাদনা
  1. Paul V. M. Flesher। "Hinduism Glossary for Introduction to Religion"। ২০০৬-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৬-২৫ 

তথ্যসূত্র

সম্পাদনা