শহর

বড় মানব বসতি
(City থেকে পুনর্নির্দেশিত)

শহর বা নগর (স্ত্রীলিঙ্গ: নগরী) বলতে এক নির্দিষ্ট আকারের মানব বসতিকে বোঝায়। বিশ্বজুড়ে "শহর" বলতে বিভিন্নরকম বসতিকে বোঝায় এবং কিছু অঞ্চলে শহরের আকার অনেক ছোট। আবার, কিছু অঞ্চলে শহর বলতে কোনো বড় বসতিকে বোঝালেও বসতির আকার কতটুকু হলে তাকে শহর বলা যায়, এ ব্যাপারে কোনও বৈশ্বিক মানদণ্ড নেই।[১][২] আরও সংকীর্ণ অর্থে শহর বলতে কোনো স্থায়ী ও ঘনবসতিপূর্ণ মানব বসতিকে বোঝাতে পারে, যার এক নির্দিষ্ট প্রশাসনিক সীমানা রয়েছে এবং যার সদস্যরা মূলত কৃষিকাজ ব্যতীত অন্যান্য জীবিকায় ব্যস্ত।[৩] সাধারণত কোনো শহরে বাসস্থান, পরিবহন, আবর্জনা ব্যবস্থাপনা, ভূমির ব্যবহার, পণ্য উৎপাদন, যোগাযোগ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে নিজস্ব নিয়মকানুন ও ব্যবস্থা থাকে।[৪][৫] শহরের বিকাশ মানুষ এবং ব্যবসার প্রসার ঘটাতে সহায়তা করে। শহর প্রায়শই গ্রাম দ্বারা পরিবেষ্টিত থাকে। এখানে চাকরির সুযোগ-সুবিধাও বেশি থাকে। কালক্রমে একটি বর্ধনশীল শহরের আশেপাশের এলাকাগুলোও ঐ শহরের ভিতরে অন্তর্ভুক্ত হতে শুরু করে।

১৯০৮ সালে গ্রিসের অ্যাথেন্স নগরীর বন্দর পায়োরিয়াসের মানচিত্র

ঐতিহাসিকভাবে, শহরবাসীদের মোট জনসংখ্যা সমগ্র বিশ্ব জনসংখ্যার তুলনায় নগণ্য বা কম হয়ে থাকে, কিন্তু দুই শতাব্দী ধরে নজিরবিহীন ও দ্রুতবেগে নগরায়নের ফলে বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ শহরে বসবাস করে, যা বৈশ্বিক দীর্ঘস্থায়িত্বের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে।[৬][৭][৮][৯][১০] আধুনিক শহরগুলো সাধারণত কোনো বৃহত্তর পৌরপিণ্ড বা মহানগর এলাকার কেন্দ্র গঠন করে, যার ফলে নগরকেন্দ্রে জীবিকা, মনোরঞ্জন ও শিক্ষার জন্য নিত্যযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে দ্রুতহারে বিশ্বায়নের ফলে সমস্ত শহর বিভিন্ন মাত্রায় নিজস্ব পৌর এলাকার বাইরে বৈশ্বিকভাবে সংযুক্ত। এর ফলে শহর বৈশ্বিক সমস্যায় যথেষ্ট প্রভাব ফেলতে পারে, যেমন টেকসই উন্নয়ন, জলবায়ু প্রভাববৈশ্বিক স্বাস্থ্যসেবা। এই প্রভাবের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১১-এর মাধ্যমে টেকসই শহরে বিনিয়োগ করছে। পরিবহনের দক্ষতা ও ক্ষুদ্র জমির ব্যবহারের ফলে ঘনবসতিপূর্ণ শহরের বাস্তুতান্ত্রিক পদচিহ্ন আরও কম জনবহুল স্থানের তুলনায় অনেক কম থাকতে পারে।[১১][১২] এর ফলে জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য অনেকসময় কম্প্যাক্ট সিটির কথা উল্লেখ করা হয়।[১৩][১৪][১৫] তবে ঘনবসতির ফলে গুরুত্বপূর্ণ কুপ্রভাবও পড়তে পারে, যেমন হিট আইল্যান্ড, ঘনীভূত দূষণ এবং পানি ও অন্যান্য সম্পদ সরবরাহে টন দেখা দেয়।

শহরে বসবাসের অনেক অসুবিধা যেমন আছে (যেমন কোলাহল, দূষণ, ভিড়, অপরাধ, ফুটপাথ দখল, ইত্যাদি), তেমনি গ্রামের তুলনায় শহরে বসবাস করা অনেক দিক থেকেই সুবিধাজনক। যখন অনেক মানুষ শহরের মতো একটি ক্ষুদ্র এলাকাতে গুচ্ছবদ্ধ হয়ে বাস করতে ও অন্যান্য কর্মকাণ্ড করতে শুরু করে, তখন তাকে পিণ্ডীভবন (agglomeration) বলে। এর ফলে হাজার হাজার দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য বিরাট দূরত্ব পাড়ি দেবার অসুবিধা কমে যায়। আদর্শ দৃষ্টিকোণ থেকে শহর হচ্ছে মানুষের মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রাপ্তির একটি স্থান যেখানে মানুষ বসবাস, চিকিৎসাসেবা, শিক্ষার সুব্যবস্থা, কর্মের সুযোগ, সামাজিক যোগাযোগ ও খেলাধুলা-বিনোদনের জন্য সুবিধাজনক একটি স্থান। শহরে গণপরিবহনের ব্যয় কম, আর অবকাঠামোর খরচও এককভাবে ব্যাঙ্ক লোন নিয়ে বা পরিচিতদের সাথে ভাগাভাগি করে নেওয়া যায়, যে ব্যাপারটিকে "পিণ্ডীভবনের অর্থনীতি" বলে। এটি একটি নগর স্থাপত্য উৎপত্তির অন্যতম মূল কারণ। নগর জীবনের সুবিধা ও অর্থনৈতিক লাভের কারণে উন্নত বিশ্বের দেশগুলোতে সিংহভাগ নাগরিক শহরে বাস করে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ৯৫% জনগণই কোনও না কোনও শহরে বাস করে।[তথ্যসূত্র প্রয়োজন]

অর্থ সম্পাদনা

বিভিন্ন জাতীয় জনশুমারি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কোনো বসতিকে শহর বা নগর হিসাবে চিহ্নিত করে, যেমন জনসংখ্যা, জনঘনত্ব, আবাসনের সংখ্যা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও পরিকাঠামো। সাধারণত ১,০০,০০০ জন থেকে কার্যকরী ছোট শহরের জনসংখ্যা শুরু করা হয়।[১৬] প্রচলিত সংজ্ঞাভেদে কোনো পৌর এলাকার ন্যূনতম জনসংখ্যা ১,৫০০ থেকে ৫০,০০০ জন হতে পারে এবং যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যের শহরের ন্যূনতম জনসংখ্যা ১,৫০০ থেকে ৫,০০০ জনের মধ্যে।[১৭][১৮] কিছু এক্তিয়ারের ক্ষেত্রে শহরের এরকম কোনো ন্যূনতম মানদণ্ড নেই।[১৯] যুক্তরাজ্যের ক্ষেত্রে রাজতন্ত্র নগর মর্যাদা প্রদান করে এবং এই মর্যাদা চিরস্থায়ী। ঐতিহাসিকভাবে, নগর মর্যাদার জন্য একটি ক্যাথিড্রালের উপস্থিতির প্রয়োজন হতো, যার ফলে যুক্তরাজ্যে অনেক ছোট ছোট নগর রয়ে গিয়েছে, যেমন সমারসেট কাউন্টির ওয়েলস, যার জনসংখ্যা ১২,০০০ (২০১৮); এবং সেন্ট ডেভিডস, যার জনসংখ্যা ১,৮৪১ (২০১১)। আবার, ইংল্যান্ড, ওয়েলসউত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রে বাজার ও উৎসব আয়োজনে সনদপ্রাপ্ত যেকোনো বসতিকে "শহর" বা "টাউন" বলা হয়।

অনেকসময় শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য শিক্ষিত অভিজাত বর্গের উপস্থিতি শহরের সাথে জড়িত।[২০][২১]

"নগরায়নের মাত্রা" হচ্ছে শহরের সংজ্ঞা নির্ধারণের এক আধুনিক পদ্ধতি। বিশ্ব ব্যাংকের মতে শহরের ন্যূনতম জনসংখ্যা ৫০,০০০ জন এবং ন্যূনতম জনঘনত্ব ১,৫০০ জন প্রতি বর্গকিমি।[২২] মূলত আন্তর্জাতিক পরিসংখ্যানমূলক তুলনার জন্য ইউরোপীয় কমিশন, ওইসিডি, বিশ্ব ব্যাংক ইত্যাদি সংগঠন কয়েক বছর ধরে এই মানদণ্ড নির্ধারণ করেছে।[২৩]

ব্যুৎপত্তি সম্পাদনা

"শহর" শব্দটি ফার্সি شهر (শহ্‌র্) থেকে গৃহীত, যা সংস্কৃত क्षत्र (ক্ষত্র) শব্দের সাথে সম্পর্কিত।

"নগর" শব্দটি সংস্কৃত থেকে সরাসরি আগত, যার সঠিক উৎস অজানা।

উৎপত্তি সম্পাদনা

শহর কেন উৎপত্তি লাভ করে সে বিষয়ে কোন নির্ধারিত প্রমাণ নেই। তবে অনেক তত্ত্ববিদ ধারণা করেন, কিছু মৌলিক প্রয়োজন মেটানোর তাগিদেই শহর জন্মলাভ করে।

ধারণা করা হয়, কৃষি বিপ্লব শহর সৃষ্টির মূল। এই বিপ্লব কৃষির উদ্ভাবন করায়। এরফলে মানুষ খাদ্য উৎপাদনের তাগিদে স্থায়ীভাবে একস্থানে বসবাস শুরু করে। এই ঘন জনবসতির ফলেই ধীরে ধীরে শহর গড়ে ওঠে।[২৪] পল বাইরোচ তার শহর এবং অর্থনৈতিক উন্নতি বইয়ে বলেন, কৃষির ফলেই মানুষ একসাথে বসবাস করার প্রয়োজন অনুভব করে এবং এই মৌলিক প্রয়োজন মেটানোর জন্যই মানুষ শহর গড়ে তোলে।

গ্রামীণ তত্ত্ববিদ জেন জ্যাকবস বলেন, শহরের উৎপত্তিই কৃষির আবিষ্কারকে তরান্বিত করে, তবে তার এ যুক্তি অকাট্য বলে মেনে নেয়া হয় না।[২৫]

ভূগোল সম্পাদনা

 
হারলেমের মানচিত্র১৫৫০ সালের দিকে জেরুজালেমের একটি শহর থেকে অনুপ্রাণিত। এটি দেওয়াল এবং প্রতিরক্ষামূলক খাল দ্বারা ঘেরা।

নগর ভূগোল বৃহত্তর প্রসঙ্গে শহর ও তার অভ্যন্তরীণ কাঠামো নিয়ে আলোচনা করে।[২৬] পৃথিবীর স্থলভাগের প্রায় ৩% পৌর এলাকা।[২৭]

বিভিন্ন দেশে বিভিন্নভাবে শহরকে সাজানো হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই গ্রিড পদ্ধতিতে শহর তৈরি হয়। হাজার বছর আগে চীনে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের পরিকল্পনাবিদ ডিনোক্রেটস অব রোডস এই পরিকল্পনা করেছিলেন।

কেন্দ্র সম্পাদনা

 
হেলসিঙ্কির নগরকেন্দ্র।

স্থান-নামে "নগর" প্রত্যয়ের ব্যবহার সম্পাদনা

দক্ষিণ এশিয়ায় স্থান-নামে প্রত্যয় হিসেবে নগর শব্দের বহুল প্রচলন আছে। যেমন—

উপজেলার নামে "নগর" সম্পাদনা

বাংলাদেশে নগর প্রত্যয়যুক্ত ১৫টি উপজেলা আছে। যথা,

ইউনিয়নের নামে "নগর" সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Goodall, B. (1987) The Penguin Dictionary of Human Geography. London: Penguin.
  2. Kuper, A. and Kuper, J., eds (1996) The Social Science Encyclopedia. 2nd ed. London:; Routledge.
  3. Caves, R. W. (২০০৪)। Encyclopedia of the City। Routledge। পৃষ্ঠা 99। 
  4. Glaeser, Edward (২০১১)। "Cities, Productivity, and Quality of Life"। Science333 (6042): 592–594। এসটুসিআইডি 998870ডিওআই:10.1126/science.1209264পিএমআইডি 21798941বিবকোড:2011Sci...333..592G 
  5. Bettencourt, Luis; West, Geoffrey (২০১০)। "A unified theory of urban living"। Nature467 (7318): 912–913। ডিওআই:10.1038/467912a পিএমআইডি 20962823বিবকোড:2010Natur.467..912B 
  6. Ritchie, Hannah; Roser, Max (১৩ জুন ২০১৮)। "Urbanization"Our World in Data (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২১ 
  7. James, Paul; with Magee, Liam; Scerri, Andy; Steger, Manfred B. (২০১৫)। Urban Sustainability in Theory and Practice: Circles of Sustainability। London: Routledge। আইএসবিএন 978-1315765747। ১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  8. "Rise of the City"। Science352 (6288): 906–907। ২০১৬। ডিওআই:10.1126/science.352.6288.906 পিএমআইডি 27199408 
  9. "Cities: The century of the city"। Nature467 (7318): 900–901। ২০১০। ডিওআই:10.1038/467900a পিএমআইডি 20962819 
  10. Sun, Liqun; Chen, Ji; Li, Qinglan; Huang, Dian (২০২০)। "Dramatic uneven urbanization of large cities throughout the world in recent decades"Nature Communications11 (1): 5366। ডিওআই:10.1038/s41467-020-19158-1 পিএমআইডি 33097712 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)পিএমসি 7584620  |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)বিবকোড:2020NatCo..11.5366S 
  11. "Cities: a 'cause of and solution to' climate change"UN News (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১৯। ৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  12. Merite, Gabrielle; Vitorio, Andre। "How megacities could lead the fight against climate change"MIT Technology Review (ইংরেজি ভাষায়)। 
  13. "Sustainable cities must be compact and high-density"The Guardian News (ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০১১। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  14. Angelo, Hillary; Wachsmuth, David (২০২০)। "Why does everyone think cities can save the planet?"। Urban Studies57 (11): 2201–2221। ডিওআই:10.1177/0042098020919081 বিবকোড:2020UrbSt..57.2201A 
  15. Bibri, Simon Elias; Krogstie, John; Kärrholm, Mattias (২০২০)। "Compact city planning and development: Emerging practices and strategies for achieving the goals of sustainability"। Developments in the Built Environment4: 100021। hdl:11250/2995024 ডিওআই:10.1016/j.dibe.2020.100021  
  16. "Population by region – Urban population by city size – OECD Data"theOECD (ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯ 
  17. "Table 6 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ আগস্ট ২০১৭ তারিখে" in United Nations Demographic Yearbook (2015 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১৮ তারিখে), the 1988 version of which is quoted in Carter (1995), pp. 10–12.
  18. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; HugoEtAl2003 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  19. "How NC Municipalities Work – North Carolina League of Municipalities"www.nclm.org। ১৬ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  20. Prokopovych, M. (13 May 2015). Literary and artistic metropolises. EGO. Retrieved 5 March 2023, from http://ieg-ego.eu/en/threads/crossroads/courts-and-cities/markian-prokopovych-rosemary-h-sweet-literary-and-artistic-metropolises
  21. Kaplan et al. (2004), pp. 23–24.
  22. Dijkstra, Lewis; Hamilton, Ellen; Lall, Somik; Wahba, Sameh (১০ মার্চ ২০২০)। "How do we define cities, towns, and rural areas?"। ৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
  23. Moore, Oliver (২ অক্টোবর ২০২১)। "What makes a city a city? It's a little complicated"। The Globe and Mail। পৃষ্ঠা A11। 
  24. (Bairoch 1988, পৃ. 3–4)
  25. (Jacobs 1969, পৃ. 23)
  26. Carter (1995), pp. 5–7. "[...] the two main themes of study introduced at the outset: the town as a distributed feature and the town as a feature with internal structure, or in other words, the town in area and the town as area."
  27. Bataille, L., "From passive to energy generating assets", Energy in Buildings & Industry, October 2021 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে, p. 34, accessed 12 February 2022

বহিঃসংযোগ সম্পাদনা