চট্টগ্রাম আবাহনী লিমিটেড

বাংলাদেশী ফুটবল ক্লাব
(Chittagong Abahani থেকে পুনর্নির্দেশিত)

চট্টগ্রাম আবাহনী লিমিটেড বাংলাদেশের চট্টগ্রামের একটি ক্রীড়া সংগঠন। যা মূলত আবাহনী লিমিটেডের একটি শাখা হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনী হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ক্রিকেট, ফুটবল ও হকিসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক আসরে অংশগ্রহণ করে ক্রীড়ানৈপূর্ন প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছে। সর্বশেষ ২০১৩ সালে ক্রীড়া সংগঠনটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

চট্টগ্রাম আবাহনী
পূর্ণ নামচট্টগ্রাম আবাহনী লিমিটেড
ডাকনামব্লু পাইরেটস
চট্টলার আকাশী নীল
প্রতিষ্ঠিত১০ অক্টোবর ১৯৮০; ৪৩ বছর আগে (1980-10-10)
মাঠএম এ আজিজ স্টেডিয়াম
চট্টগ্রাম, বাংলাদেশ
ধারণক্ষমতা২০,০০০
সভাপতিএম. এ লতিফ
ম্যানেজারমারুফুল হক
লিগবাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
২০২২-২৩৮ম
বর্তমান মৌসুম
Departments of Chittagong Abahani
ফুটবল
(পুরুষ)
ফুটবল
(রিজার্ভ ও যুব)
ক্রিকেট
(পুরুষ)

বর্তমান খেলোয়াড় সম্পাদনা

২০২২-২৩ মৌসুমের জন্য চট্টগ্রাম আবাহনী লিমিটেডের স্কোয়াড।

১৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   পাপ্পু হোসাইন
  কামরুল ইসলাম (তৃতীয় অধিনায়ক)
  শুকুরালি পুলাতভ (অধিনায়ক)
  সোয়েব মিয়া
  নাসিরউদ্দিন চৌধুরী
  আরাফাত হোসেন
  অনিক হোসেন
  সাকের উল্লাহ
  সাজিদুর রহমান
১০   ক্যান্ডি অগাস্টিন
১১   জমির উদ্দিন
১২   রাসেল আহমেদ
১৩   মোঃ তারেক
১৪   কাজী রাহাদ মিয়া
১৫   অপু আহমেদ (সহ-অধিনায়ক)
১৬   মোঃ নাহিয়ান
নং অবস্থান খেলোয়াড়
১৭   ইমরান হাসান রিমন
১৯   ডেভিড ইফেগউ ওজুকউ
২০   সাইফ শামসুদ
২১   ফরহাদ মিয়া
২২ গো   নাঈম মিয়া
২৩   মোঃ রকি
২৫ গো   এসকে সাইফুল ইসলাম
৩০ গো   শওকত হোসেন হাসান
৪৪   রুস্তম ইসলাম দুখু মিয়া
৭০   রুমন হোসেন
৭৭   ইকবাল হুসেন
৯১   ইয়াকুবা বাম্বা
৯৯   ইমতিয়াজ রায়হান

অর্জন সম্পাদনা

চট্টগ্রাম আবাহনী অক্টোবর ২০, ২০১৫ থেকে অক্টোবর ৩০, ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত ২০১৫ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রথম সংস্করণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।[১]

লিগ সম্পাদনা

কাপ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা