যুদ্ধশিশু (২০১৪-এর চলচ্চিত্র)

চলচ্চিত্র
(Children of War (2014 film) থেকে পুনর্নির্দেশিত)

যুদ্ধশিশু প্রখ্যাত পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি/বাংলা চলচ্চিত্র। ছবিটি ২৭ ডিসেম্বর মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, রুচা ইনামদার এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়[১] এই চলচ্চিত্রে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে।[২]

যুদ্ধশিশু
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকমৃত্যুঞ্জয় দেবব্রত
শ্রেষ্ঠাংশেরাইমা সেন
ইন্দ্রনীল সেনগুপ্ত
ফারুখ শেখ
ভিক্টর বন্দ্যোপাধ্যায়
পবন মালহোত্রা
দেশ ভারত
ভাষাহিন্দি, বাংলা

কাহিনি সম্পাদনা

চলচ্চিত্রটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সৈনিকদের বাংলাদেশি মহিলাদের ধর্ষণ ও তার প্রতিবাদের গল্প তুলে ধরা হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন। আর সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

অভিনয়ে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Farooque Shaikh to play famous Bangladeshi leader in The Bastard Child"। Hindustan Times। ২৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩ 
  2. "'The Bastard Child' is a film on East Pakistan's struggle for freedom"। IBT। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩