৭৩ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা

ওয়ার্ড নং ৭৩, কলকাতা পৌরসংস্থা কলকাতা পৌরসংস্থার বরো নং ৮ এর একটি প্রশাসনিক বিভাগ। এলাকাটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ এর দক্ষিণ কলকাতার ভবানীপুর (পটুয়াপাড়া) এবং কালীঘাট অংশ নিয়ে গঠিত।

ওয়ার্ড নং ৭৩
কলকাতা পৌরসংস্থা
মানচিত্র
৭৩ নং ওয়ার্ডের রূপরেখা
ওয়ার্ড নং ৭৩ কলকাতা-এ অবস্থিত
ওয়ার্ড নং ৭৩
ওয়ার্ড নং ৭৩
কলকাতায় অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩১′৪০″ উত্তর ৮৮°২০′৩৬″ পূর্ব / ২২.৫২৭৮৮৯° উত্তর ৮৮.৩৪৩৪৭২° পূর্ব / 22.527889; 88.343472
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
Cityকলকাতা
অঞ্চলভবানীপুর (পটুয়াপাড়া), কালীঘাট
লোকসভা কেন্দ্রকলকাতা দক্ষিণ
বিধানসভা কেন্দ্রভবানীপুর
বরো
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৫১২
ডাক সূচক সংখ্যা৭০০ ০২৬
এলাকা কোড+৯১ ৩৩

ভূগোল সম্পাদনা

৭৩ নং ওয়ার্ডটি উত্তরে গোবিন্দ বোস লেন এবং সুহাসিনী গাঙ্গুলী সরণির সীমানায় অবস্থিত; আশুতোষ মুখার্জি রোডের পূর্বে; হাজরা রোডের দক্ষিণে; এবং পশ্চিমে টলির নালা (আদি গঙ্গা)[১]

ওয়ার্ডটি কলকাতা পুলিশের ভবানীপুর এবং কালিঘাট থানার আওতাভুক্ত।[২][৩][৪]

দক্ষিণ বিভাগের সমস্ত পুলিশ থানা, অর্থাৎ পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণী, আলিপুর, হেস্টিংস, ময়দান, ভবানিপুর, কালিঘাট, টালিগঞ্জ, চারু মার্কেট, নিউ আলিপুর এবং চেতলা নিয়ে টালিগঞ্জ মহিলা থানার এখতিয়ার।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. কলকাতা: স্ট্রিট ডিরেক্টরি সহ ১৪১ টি ওয়ার্ডের বিশদ মানচিত্র। ডি.পি. পাবলিকেশনস অ্যান্ড সেলস অ্যাসার্ন, ৬৬ কলেজ স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩, ৪র্থ সংস্করণ ২০০৩।
  2. "Official Website of Kolkata Police : Division"kolkatapolice.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৮ 
  3. কলকাতা: স্ট্রিট ডিরেক্টরি, ফোর্থ ইমপ্রেশন ২০০৩, ম্যাপ নং ৪৮, ডি.পি. প্রকাশনা এবং বিক্রয় উদ্বেগ, ৬৬ কলেজ স্ট্রিট, কলকাতা-৭০০ ০৭৩ সহ ১৪১ টি ওয়ার্ডের বিশদ মানচিত্র।
  4. "Table 3 District Wise List of Statutory Towns (Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001"web.archive.org। Archived from the original on ২০০৭-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৮