১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

২৬ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৭তম (অধিবর্ষে ১৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

  • ১২৮৪ - কিংবদন্তির হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে জান।
  • ১৪৮৩ - রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ড এর রাজা হন।
  • ১৫৩৯ - চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।
  • ১৮১৯ - বাই সাইকেল এর পেটেন্ট করা হয়।
  • ১৮৩০ - রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ।
  • ১৮৪২ - ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে।
  • ১৮৪৭ - লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৪৮ - আমেরিকায় খাদ্য আইন চালু হয়।
  • ১৮৯৪ - কার্ল বেঞ্জ গ্যাসোলিনচালিত গাড়ির প্যাটেন্ট পান।
  • ১৮৯৬ - আমেরিকায় প্রথম সিনেমা হল চালু হয়।
  • ১৯২৪ - আমেরিকান সৈন্যরা ডোমিনিয়ন রিপাব্লিক ত্যাগ করে।
  • ১৯৩৪ - প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টারফক উল্‌ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।
  • ১৯৪০ - ২য় বিশ্বযুদ্ধ
  • ১৯৪১ - ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
  • ১৯৪৫ - সানফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠায় বিশ্ব নিরাপত্তা সনদে ৫০টি দেশের প্রতিনিধিদের স্বাক্ষর।
  • ১৯৪৫ - ব্রিটেনের লেবার পার্টি জয়লাভ করার পর উইনস্টন চার্চিল ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
  • ১৯৪৮ - পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।
  • ১৯৫২ - মিসরের রাজা ফারুক তার ছেলে ফুয়াদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
  • ১৯৫৭ - গুয়েতেমালার একনায়ক কার্লোস ক্যাস্টিলো আরমাস নিহত হন।
  • ১৯৫৯ - উত্তর আমেরিকার মহাসাগর গামী জাহাজ এর জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।
  • ১৯৬০ - সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।
  • ১৯৬০ - গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কারের স্বাধীনতা লাভ।
  • ১৯৭৪ - প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পণ্য বিক্রয় হয়। পণ্যটি ছিল চিবানোর গাম।
  • ১৯৭৬ - সি এন টাওয়ার যেটি তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন, খুলে দেয়া হয়।
  • ১৯৭৭ - এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।
  • ১৯৭৮ - উইনিপেগ এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়।
  • ১৯৭৮ - দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান ঘটে।
  • ১৯৭৯ - কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।
  • ১৯৯১ - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়।
  • ১৯৯২ - বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।
  • ২০০০ - এই দিন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

জন্ম সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

ছুটি ও অন্যান্য সম্পাদনা

  • আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস।
  • আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।

বহিঃসংযোগ সম্পাদনা