২০২৪ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের মার্কিন যুক্তরাষ্ট্র সফর

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২৪ সালের মে মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে।[১][২] সিরিজটি উভয় দলের জন্য ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩][৪] ২০২৪ সালের মার্চ মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[৫] সিরিজটি ছিল দলদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত প্রথম দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ।[৬]

২০২৪ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের মার্কিন যুক্তরাষ্ট্র সফর
 
  মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ
তারিখ ২১ মে ২০২৪ – ২৫ মে ২০২৪
অধিনায়ক মোনাংক প্যাটেল[টীকা ১] নাজমুল হোসেন শান্ত
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে মার্কিন যুক্তরাষ্ট্র ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কোরি অ্যান্ডারসন (৬৩) তাওহীদ হৃদয় (৮৩)
সর্বাধিক উইকেট আহসান আলি খান (৪) মুস্তাফিজুর রহমান (১০)
সিরিজ সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

সিরিজের প্রথম ম্যাচটি ছিল দলদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ,[৭] যে ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র।[৮] সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ রানে জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও পূর্ণ সদস্য দলের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক সিরিজ জয়ের কীর্তি গড়ে।[৯] তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করলে ২–১ সিরিজ জয় করে মার্কিন যুক্তরাষ্ট্র।[১০]

দলীয় সদস্য সম্পাদনা

  মার্কিন যুক্তরাষ্ট্র[১১]   বাংলাদেশ[১২][১৩]

মার্কিন যুক্তরাষ্ট্র দলে ইয়াসির মোহাম্মদ, গজানন্দ সিং ও হুয়ানয় ড্রিসডেলকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৪] চোটের কারণে সিরিজে খেলতে ব্যর্থ বলে গণ্য হন বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ[১৫]

টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ সম্পাদনা

১ম টোয়েন্টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

২১ মে ২০২৪
০৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৫৩/৬ (২০ ওভার)
বনাম
  মার্কিন যুক্তরাষ্ট্র
১৫৬/৫ (১৯.৩ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৫ উইকেটে জয়ী
প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স পশ্চিম মাঠ, প্রেইরি ভিউ
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: হরমীত সিং (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টোয়েন্টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

২৩ মে ২০২৪
০৯:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১৪৪/৬ (২০ ওভার)
বনাম
  বাংলাদেশ
১৩৮ (১৯.৩ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৬ রানে জয়ী
প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স পশ্চিম মাঠ, প্রেইরি ভিউ
আম্পায়ার: আদিত্য গজ্জর (মার্কিন যুক্তরাষ্ট্র) ও বিজয় মল্লেল (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: আহসান আলি খান (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টোয়েন্টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

২৫ মে ২০২৪
০৯:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১০৪/৯ (২০ ওভার)
বনাম
  বাংলাদেশ
১০৮/০ (১১.৪ ওভার)
আন্দ্রিস খাউস ২৭ (১৫)
মুস্তাফিজুর রহমান ৬/১০ (৪ ওভার)
বাংলাদেশ ১০ উইকেটে জয়ী
প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স পশ্চিম মাঠ, প্রেইরি ভিউ
আম্পায়ার: বিজয় মল্লেল (মার্কিন যুক্তরাষ্ট্র) ও সমীর বন্ডেকর (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শায়ান জাহাঙ্গীর (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

টীকা সম্পাদনা

  1. অ্যারন জোনস সিরিজের তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladesh to play T20I series against USA before World Cup"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে খেলবে বাংলাদেশ"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  3. "টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৪ 
  4. "Bangladesh set to tour USA for three T20Is ahead of World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  5. "USA TO HOST CANADA & BANGLADESH IN CRUCIAL T20I BILATERAL SERIES IN APRIL AND MAY"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  6. "USA to host Bangladesh in bilateral T20i series in May"দ্য ডেইলি অবজার্ভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪ 
  7. "অ্যান্ডারসন-হারমিতের ঝড়ে বাংলাদেশকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪ 
  8. "Harmeet and Anderson the heroes as USA stun Bangladesh"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৪ 
  9. "যুক্তরাষ্ট্রের কাছে সিরিজই হারল বাংলাদেশ"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪ 
  10. "Mustafizur's six-wicket haul scripts big win for Bangladesh"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৪ 
  11. "USA Cricket announces 15-player squad for the 2024 ICC Men's T20 World Cup"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৪ 
  12. "বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা, তাসকিন সহ–অধিনায়ক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৪ 
  13. "তাসকিনকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৪ 
  14. "World Cup finalist named in USA T20 World Cup 2024 squad"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৪ 
  15. "USA Ready to Challenge Bangladesh in Build-up to ICC Men's T20 World Cup"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা