২০২৪ ফিফা আন্তঃমহাদেশীয় কাপ

২০২৪ ফিফা আন্তঃমহাদেশীয় কাপ এটি ফিফা আন্তঃমহাদেশীয় কাপের উদ্বোধনী সংস্করণ, ফিফা কর্তৃক আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি একটি নকআউট বিন্যাস ব্যবহার করেছিল এবং প্রতিটি ফিফা কনফেডারেশন সদস্য থেকে ছয়টি দল প্রতিযোগিতা করেছিল যা মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের পূর্ববর্তী সংস্করণ জিতেছে। টুর্নামেন্টটি ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং প্রথম পর্বটি অংশগ্রহণকারী দলগুলির মধ্যে একটির হোম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পর্বটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।[১]

২০২৪ ফিফা আন্তঃমহাদেশীয় কাপ
বিবরণ
তারিখডিসেম্বর ২০২৪
দল৬ (৬টি কনফেডারেশন থেকে)
২০২৫

প্রতিযোগিতাটি ফিফা ক্লাব বিশ্বকাপের বার্ষিক সংস্করণের প্রতিস্থাপন হিসাবে ব্যবহৃত হয়েছিল, যা অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধির সাথে চার বছরে পুনর্গঠিত হয়েছিল। প্রতিযোগিতার নামটি এখন বন্ধ হয়ে যাওয়া আন্তঃমহাদেশীয় কাপ থেকে এসেছে, যেখানে সর্বশেষ আসরটি ২০০৪ সালের আন্তঃমহাদেশীয় কাপে কনমেবল এবং উয়েফা বিজয়ী দল গুলোর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ফিফা আন্তর্মহাদেশীয় কাপ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দলের জন্য সরাসরি থেকে ফাইনাল পদ্ধতি ব্যবহার করে। ২০২৩ সালের ১৭ই ডিসেম্বর তারিখে ফিফা কাউন্সিল কর্তৃক টুর্নামেন্টের বিন্যাস এবং নাম অনুমোদিত করা হয়েছিল।[২][৩]

বিন্যাস

সম্পাদনা

২০২৩ সালের ১৭ই ডিসেম্বর তারিখে ফিফা কাউন্সিল এই প্রতিযোগিতার বিন্যাস অনুমোদন করে।[১]

উত্তীর্ণ দল

সম্পাদনা
২০২৪ ফিফা আন্তর্মহাদেশীয় কাপে অংশগ্রহণকারী দলগুলোর অবস্থান
দল কনফেডারেশন বাছাইপর্ব যোগ্যতা অর্জনের তারিখ
সরাসরি ফাইনালে প্রবেশ করবে
  রিয়াল মাদ্রিদ উয়েফা ২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ১ জুন ২০২৪
সরাসরি দ্বিতীয় পর্বে প্রবেশ করবে
  পাচুকা কনকাকাফ ২০২৪ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ বিজয়ী ২ জুন ২০২৪
  কনমেবল ২০২৪ কোপা লিবার্তাদোরেস বিজয়ী ৩০ নভেম্বর ২০২৪
প্রথম বা দ্বিতীয় পর্বে প্রবেশ করবে[ক ১]
  আল আইন এএফসি ২০২৩–২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ১৮ মে ২০২৪
  আল আহলি ক্যাফ ২০২৩–২৪ ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ২৬ মে ২০২৪
প্রথম পর্বে প্রবেশ করবে
  অকল্যান্ড সিটি ওএফসি ২০২৪ ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ২৪ মে ২০২৪

বন্ধনী

সম্পাদনা
প্রথম পর্বদ্বিতীয় পর্বপ্লে-অফফাইনাল
              
১৮ ডিসেম্বর
    রিয়াল মাদ্রিদ
 
  পাচুকা
  কনমেবল বিজয়ী
১৪ ডিসেম্বর
 
 
    আল আইন বা   আল আহলি
 
    আল আইন বা   আল আহলি
    অকল্যান্ড সিটি

প্রথম পর্ব

সম্পাদনা
আল আইন   বা আল আহলি  ম্যাচ ১  অকল্যান্ড সিটি

দ্বিতীয় পর্ব

সম্পাদনা
পাচুকা  ম্যাচ ২  কনমেবল বিজয়ী

আল আইন   বা আল আহলি  ম্যাচ ৩  ১ম ম্যাচ জয়ী

প্লে-অফ

সম্পাদনা
২য় ম্যাচের বিজয়ী  ম্যাচ ৪  ৩য় ম্যাচের বিজয়ী

ফাইনাল

সম্পাদনা
রিয়াল মাদ্রিদ  বিজয়ী ৫  ৪র্থ ম্যাচের বিজয়ী
  1. ২০২৩–২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বা ২০২৩–২৪ ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগ- এর বিজয়ী দল প্রথম পর্বে ২০২৪ ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদলের বিপক্ষে খেলবে কিনা তা ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয়। ফলে অংশগ্রহণকারী অন্য দলগুলো দ্বিতীয় পর্বে প্রবেশ করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর মূল বিবরণ নিশ্চিত করেছে ফিফা কাউন্সিল" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৭ ডিসেম্বর ২০২৩হ। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  2. বন, কাইল (১৭ ডিসেম্বর ২০২৩)। "মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ২০২৫: বর্ধিত মাঠ সহ ফিফা টুর্নামেন্টের জন্য নিশ্চিত দল, ফর্ম্যাট, সময়সূচী"দ্য স্পোর্টস নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  3. নায়ার, রোহিত (১৭ ডিসেম্বর ২০২৩)। "২০২৫ সালের জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ, ২০২৪ সালে নতুন ইন্টারকন্টিনেন্টাল কাপ – ফিফা" (ইংরেজি ভাষায়)। রয়টার্স। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩