২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে ক্রিকেট – নারী টুর্নামেন্ট

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসের অংশ হিসেবে ২০২৩ সালের ৩০ এপ্রিল থেকে ১৬ মে সময়ে কম্বোডিয়ার নমপেনে নারীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[১] প্রতিযোগিতায় নারীদের সিক্স-এ-সাইড, ১০ ওভারের, টোয়েন্টি২০৫০ ওভারের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়।[২] টোয়েন্টি২০ ইভেন্টের ম্যাচসমূহ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[১][২] প্রতিযোগিতার সব ম্যাচ নমপেনের হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[৩]

সিক্স-এ-সাইড সম্পাদনা

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
নারী সিক্স-এ-সাইড ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
তারিখ১০ মে ২০২৩
প্রতিযোগী৫টি দেশের ৭৫ জন প্রতিযোগী
পদক বিজয়ী
  
  
  

নারীদের সিক্স-এ-সাইড প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমারসিঙ্গাপুর[১] প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া স্বর্ণপদক, ফিলিপাইন রৌপ্যপদক ও মিয়ানমার ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

১০ ওভার সম্পাদনা

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
নারী ১০ ওভারের ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
শুরুর তারিখ২৯ এপ্রিল ২০২৩ (2023-04-29)
শেষের তারিখ১৬ মে ২০২৩ (2023-05-16)
প্রতিযোগী৫টি দেশের ৭৫ জন প্রতিযোগী
পদক বিজয়ী
  
  
  

নারীদের ১০ ওভারের প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।[১] প্রতিযোগিতায় থাইল্যান্ড স্বর্ণপদক, ফিলিপাইন রৌপ্যপদক ও মালয়েশিয়া ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

টোয়েন্টি২০ সম্পাদনা

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
নারী টোয়েন্টি২০ ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
শুরুর তারিখ৩০ এপ্রিল ২০২৩ (2023-04-30)
শেষের তারিখ১৫ মে ২০২৩ (2023-05-15)
প্রতিযোগী৭টি দেশের ১০৫ জন প্রতিযোগী
পদক বিজয়ী
  
  
  
২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে ক্রিকেট – নারী টোয়েন্টি২০ টুর্নামেন্ট
তত্ত্বাবধায়কদক্ষিণ-পূর্ব এশীয় গেমস ফেডারেশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিন ও ফাইনাল
খেলার সংখ্যা১১
সর্বাধিক রান সংগ্রহকারী  ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (১১৫)
সর্বাধিক উইকেটধারী  দিভজ্জা বদ্ধবঙ্গ (১১)

নারীদের টোয়েন্টি২০ প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, মিয়ানমার ও সিঙ্গাপুর।[১] প্রতিযোগিতায় থাইল্যান্ড স্বর্ণপদক, ইন্দোনেশিয়া রৌপ্যপদক ও মালয়েশিয়া ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

দলীয় সদস্য সম্পাদনা

  ইন্দোনেশিয়া[৪]   কম্বোডিয়া[৪]   থাইল্যান্ড[৫]   ফিলিপাইন[৬]   মালয়েশিয়া[৭]   মিয়ানমার[৪]   সিঙ্গাপুর[৮]
  • নি ওয়ায়ান সারিয়ানি (অধি.) (উই.)
  • আন্দ্রিয়ানি (উই.)
  • ইউলিয়া আংগ্রাইনি (উই.)
  • চাও লিয়ে
  • নি কাদেক আরিয়ানি
  • নি কাদেক ফিতরিয়া রাধা রানী
  • নি পুতু আয়ু নন্দ সাকারিনি (উই.)
  • নি মাদে পুত্রী সুবনদেবী
  • নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী
  • বেরলিয়ান দুমা পারে
  • মারিয়া কোরাসোন (উই.)
  • মিয়া অর্ধ
  • রহমাবতী পাংগেস্তুতি
  • লাইলি সালসাবিলা
  • সাং আয়ু নিয়োমন মাইপ্রিয়ানি
  • পেন সমুন (অধি.)
  • উন সোফি (উই.)
  • এম রতনা
  • টুক টানিত
  • বেজ্র বিসা
  • ভোব স্রি ভক্র
  • লি লুচ স্রি
  • লি সোমাকারা
  • সান চন বোরমি
  • সুং সেব
  • সুখ স্রি মৌ
  • হাক সেকমি
  • হুন সুবণ্ণারী (উই.)
  • হেল ধারা
  • হো সিবণা
  • জোসি আরিমাস (অধি.)
  • অ্যালেক্স স্মিথ
  • এপ্রিল রোজ সাকিলোন
  • কেট আন্দ্রেয়ানো
  • ক্যাথরিন বাগাওইসান (উই.)
  • ক্রিস্টিন লোভিনো
  • জেনিফার আলুম্ব্রো
  • জোনা এগিদ
  • জোয়ান বাদিয়ো
  • জোয়েল গালাপিন
  • জোহানা ম্যাককল (উই.)
  • মারিয়া লুজ মান্দিয়া
  • রিজা পেনালবা (উই.)
  • রোমেলা ওসাবেল
  • লোলিতা ওলাজুয়ের
  • শানিলিন আসিস
  • সিমরনজিত সিরাহ
  • উইনিফ্রেড দুরাইসিংগম (অধি.)
  • মাস এলিসা ইয়াসমিন (সহ-অধি.)
  • আইনা নাজওয়া (উই.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আয়েশা এলিসা
  • ইউসরিনা বিনতে ইয়াকুব
  • এলসা হান্টার
  • ওয়ান জুলিয়া (উই.)
  • ক্রিস্টিনা ব্যারেট (উই.)
  • জমাহিদায়া ইনতান
  • ধনুশ্রী মুহুনন
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর দানিয়া শুহাদা
  • মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল
  • জা লিঁ উইঁ (অধি.) (উই.)
  • এ মো (উই.)
  • খিঁ মিঁ ম্যত্‌
  • জা লি সুঁ
  • জিঁ ক্যো
  • জোঁ লিঁ
  • থক্‌ থক্‌ ঔঁ
  • থ্বে নৌঁ
  • পঁ ই ফ্যু
  • ব থোঁ নাদি
  • মে পো পো চঁ
  • লিঁ লিঁ থুঁ
  • সা সা ঔঁ (উই.)
  • সা সা ফো (উই.)
  • সেইঁ সেইঁ চো
  • শাফিনা মহেশ (অধি.) (উই.)
  • অনন্যা শর্মা
  • আং ৎস্যইলিন
  • চেন স্যিহুয়া
  • জাসিন্তা সি পিং (উই.)
  • জোসেলিন পুরাণকরন
  • জোহানা পুরাণকরন
  • দিব্যা গণেশন কৃষ্ণন
  • ধবিনা শর্মা
  • পিন লি সেরিন গো
  • বতানা শ্রীমুরুগাভেল
  • রোশনী রমেশ
  • লিন ওয়েই শুয়ান
  • শ্যারন স্যামুয়েল মোজেস
  • সারা মেরিকান

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  থাইল্যান্ড +২.৪৬০
  মালয়েশিয়া +২.৩৬৭
  মিয়ানমার −১.৯৩৪
  ফিলিপাইন −৬.৩১০

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি সম্পাদনা
১ মে ২০২৩
০৭:০০
স্কোরকার্ড
ফিলিপাইন  
৯ (১১.১ ওভার)
  থাইল্যান্ড
১০/০ (০.৪ ওভার)
জেনিফার আলুম্ব্রো ২ (৮)
দিভজ্জা বদ্ধবঙ্গ ৪/৩ (৪ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৬* (২)
থাইল্যান্ড ১০ উইকেটে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া) ও জাইদান তাহা (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালেক্স স্মিথ ও জোয়েল গালাপিন (ফিলিপাইন)-এর টি২০আই অভিষেক হয়।

৪ মে ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
৫৩ (১৮.৩ ওভার)
  মালয়েশিয়া
৪১ (১৫.৩ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ১৩ (২২)
উইনিফ্রেড দুরাইসিংগম ৩/৯ (৩.৩ ওভার)
এলসা হান্টার ১৯ (৩২)
দিভজ্জা বদ্ধবঙ্গ ৩/৩ (৩.৩ ওভার)
থাইল্যান্ড ১২ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: রিয়াজুর-রহমান (ইন্দোনেশিয়া) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ মে ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ফিলিপাইন  
২১/৯ (২০ ওভার)
  মালয়েশিয়া
২৩/০ (২.৩ ওভার)
ক্যাথরিন বাগাওইসান ৭ (৩৬)
ধনুশ্রী মুহুনন ৩/৫ (৩ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ১১* (৬)
মালয়েশিয়া ১০ উইকেটে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: সামাদ আকবর (থাইল্যান্ড) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: ধনুশ্রী মুহুনন (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ মে ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
মিয়ানমার  
৩৭/৯ (২০ ওভার)
  থাইল্যান্ড
৩৮/০ (৫.১ ওভার)
মে পো পো চঁ ১১ (৪৮)
দিভজ্জা বদ্ধবঙ্গ ৩/২ (৪ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ২৩* (২৩)
থাইল্যান্ড ১০ উইকেটে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: রিয়াজুর-রহমান (ইন্দোনেশিয়া) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড)
  • মিয়ানমার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পঁ ই ফ্যু ও সা সা ফো (মিয়ানমার)-এর টি২০আই অভিষেক হয়।

১১ মে ২০২৩
১৪:৩৫
স্কোরকার্ড
ফিলিপাইন  
৪৭ (১৪.২ ওভার)
  মিয়ানমার
৪৮/৪ (৭.৩ ওভার)
অ্যালেক্স স্মিথ ১৭ (২৪)
ব থোঁ নাদি ৪/১৩ (৪ ওভার)
জিঁ ক্যো ১৩* (৯)
অ্যালেক্স স্মিথ ১/১৩ (৪ ওভার)
মিয়ানমার ৬ উইকেটে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: রিয়াজুর-রহমান (ইন্দোনেশিয়া) ও হিতেশ শর্মা (ফিলিপাইন)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব থোঁ নাদি (মিয়ানমার)
  • মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব থোঁ নাদি (মিয়ানমার)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ মে ২০২৩
১৩:২০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১০৬/৮ (২০ ওভার)
  মিয়ানমার
২৪ (১১.৫ ওভার)
উইনিফ্রেড দুরাইসিংগম ২৯ (৩৯)
খিঁ মিঁ ম্যত্‌ ৪/১১ (২ ওভার)
জোঁ লিঁ ১০* (১২)
আইনা হামিজাহ বিনতে হাশেম ৫/৪ (৪ ওভার)
মালয়েশিয়া ৮২ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: সামাদ আকবর (থাইল্যান্ড) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইনা হামিজাহ বিনতে হাশেম (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আইনা হামিজাহ বিনতে হাশেম (মালয়েশিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

গ্রুপ বি সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  ইন্দোনেশিয়া +৩.৯৬৭
  সিঙ্গাপুর +০.৩০০
  কম্বোডিয়া (H) −৪.৪৭১
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি সম্পাদনা
৩০ এপ্রিল ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
১৩২/৩ (২০ ওভার)
  কম্বোডিয়া
৬৮/৫ (২০ ওভার)
শাফিনা মহেশ ৪৫* (৪৮)
হাক সেকমি ২/২৩ (৪ ওভার)
পেন সমুন ১৭ (২৪)
শাফিনা মহেশ ২/১১ (৪ ওভার)
সিঙ্গাপুর ৬৪ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: সামাদ আকবর (থাইল্যান্ড) ও হিতেশ শর্মা (ফিলিপাইন)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাফিনা মহেশ (সিঙ্গাপুর)
  • কম্বোডিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পিন লি সেরিন গো (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

১ মে ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
১২১/৫ (২০ ওভার)
  সিঙ্গাপুর
৬৯ (১৯.১ ওভার)
মারিয়া কোরাসোন ৫৩ (৪৫)
শাফিনা মহেশ ২/২২ (৪ ওভার)
রোশনী রমেশ ১৯ (২০)
আন্দ্রিয়ানি ৩/৮ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৫২ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: সামাদ আকবর (থাইল্যান্ড) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া কোরাসোন (ইন্দোনেশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নি কাদেক আরিয়ানি ও নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৮ মে ২০২৩
০৭:০০
স্কোরকার্ড
কম্বোডিয়া  
২১ (১৯.২ ওভার)
  ইন্দোনেশিয়া
২২/১ (৩ ওভার)
পেন সমুন ৪ (৯)
আন্দ্রিয়ানি ৩/২ (৪ ওভার)
নি পুতু আয়ু নন্দ সাকারিনি ৫* (১৩)
লি লুচ স্রি ১/১৪ (২ ওভার)
ইন্দোনেশিয়া ৯ উইকেটে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রিয়ানি (ইন্দোনেশিয়া)
  • কম্বোডিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী সম্পাদনা

ব্রোঞ্জপদক ম্যাচ
১৫ মে ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
৫১/৬ (২০ ওভার)
  মালয়েশিয়া
৫৪/২ (৯.১ ওভার)
দিব্যা গণেশন কৃষ্ণন ২০* (৪৬)
মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল ২/৬ (৪ ওভার)
এলসা হান্টার ২৩* (১৬)
জোহানা পুরাণকরন ২/২২ (৩ ওভার)
মালয়েশিয়া ৮ উইকেটে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল (মালয়েশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনন্যা শর্মা (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল সম্পাদনা

স্বর্ণপদক ম্যাচ
১৫ মে ২০২৩
১২:৪৫
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১২০/৩ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৮০/৬ (২০ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৭৩* (৬১)
নি ওয়ায়ান সারিয়ানি ২/২৪ (৪ ওভার)
নি কাদেক ফিতরিয়া রাধা রানী ২১* (৩০)
শরনরিন্দ্র দিব্যভোজন ১/৪ (২ ওভার)
থাইল্যান্ড ৪০ রানে জয়ী
হুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল, নমপেন
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (থাইল্যান্ড)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫০ ওভার সম্পাদনা

২০২৩ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসে
নারী ৫০ ওভারের ক্রিকেট
মাঠহুন সেন বুলেভার্ড ক্রিকেট ওভাল
শুরুর তারিখ৩০ এপ্রিল ২০২৩ (2023-04-30)
শেষের তারিখ১৩ মে ২০২৩ (2023-05-13)
প্রতিযোগী৫টি দেশের ৭৫ জন প্রতিযোগী
পদক বিজয়ী
  
  
  

নারীদের ৫০ ওভারের প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমার।[১] প্রতিযোগিতায় থাইল্যান্ড স্বর্ণপদক, ইন্দোনেশিয়া রৌপ্যপদক ও মালয়েশিয়া ব্রোঞ্জপদক অর্জন করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Southeast Asian Games 2023: All cricket scores, results and medal winners"আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩ 
  2. "Schedule announced for Cricket in 2023 SEA Games in Cambodia"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 
  3. "Malaysia Women's team to tour Sri Lanka from 5th to 21st April 2023"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  4. "SEA Games Women's T20I Cricket Competition 2023: Full schedule, squads, match timings and live-streaming details"স্পোর্টসকিড়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩ 
  5. "Thailand National Men's and Women's Squad"থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 
  6. "PHILIPPINE CRICKET ASSOCIATION (PCA) SQUAD ANNOUNCEMENT OF PHILIPPINE NATIONAL CRICKET TEAMS"ফিলিপিন ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩ 
  7. "The Malaysian Men and Women's Cricket Contingent leaves for Cambodia to take part in the 32nd SEA GAMES"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩ 
  8. "Singapore Squads for the 32nd Southeast Asian Games 2023, Cambodia"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা