২০২৩ আইল অব ম্যান নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর

আইল অব ম্যান নারী ক্রিকেট দল ২০২৩ সালের জুলাই মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রিয়া সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ জিবার্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] ২০২৩ সালের জুলাই মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৩] সিরিজে আইল অব ম্যান ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৪]

২০২৩ আইল অব ম্যান নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর
 
  অস্ট্রিয়া আইল অব ম্যান
তারিখ ৩০ ‍জুলাই ২০২৩ – ৩১ জুলাই ২০২৩
অধিনায়ক জো-অঁতোয়ানেত স্টিশলিৎস আলানিয়া থর্প
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আইল অব ম্যান ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লুসি বার্নেট (১০৮) প্রিয়া সাবু (৮৯)
সর্বাধিক উইকেট লুসি বার্নেট (৫) মহাদেবা পাথিরান্নেহেলাগে (৫)

দলীয় সদস্য সম্পাদনা

  অস্ট্রিয়া[৫]   আইল অব ম্যান[৬]
  • জো-অঁতোয়ানেত স্টিশলিৎস (অধি.)
  • আনিশা নূকল (উই.)
  • আশমান সাইফি
  • এমা কার্কম্যান (উই.)
  • প্রিয়া সাবু
  • ভালেন্টিনা আভদিলায়
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে
  • রেজার্তা আভদিলায়
  • শীতল ভরদ্বাজ
  • শ্রিয়া কোমতি রেড্ডি
  • সুশমা কাট্টিমণি
  • সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া
  • হরজীবন ভুল্লার
  • হাদিয়া সিদ্দিকি
  • হানা সিম্পসন-পার্কার
  • আলানিয়া থর্প (অধি.)
  • লুসি বার্নেট (সহ-অধি.)
  • আন্দ্রেয়া লিটলজনস
  • এমা মিলার
  • এলান ক্লিটর
  • কিম কার্নি
  • কেইটলিন হেনারি
  • ক্যাথেরিন পেরি (উই.)
  • জোঅ্যান হিকস
  • ড্যানিয়েল মার্ফি
  • ব্লিস মারটাগ
  • রেবেকা করকিট (উই.)

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

৩০ জুলাই ২০২৩
১১:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া  
১২২/৭ (২০ ওভার)
  আইল অব ম্যান
১২৩/৩ (১৬.৫ ওভার)
প্রিয়া সাবু ৬১ (৫৫)
লুসি বার্নেট ২/৭ (৪ ওভার)
লুসি বার্নেট ৬৫ (৪৮)
প্রিয়া সাবু ২/১ (২ ওভার)
আইল অব ম্যান ৭ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া) ও লেনিন দুরাইরাজ (অস্ট্রিয়া)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমা কার্কম্যান, শীতল ভরদ্বাজ (অস্ট্রিয়া), কেইটলিন হেনারি ও ব্লিস মারটাগ (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

৩০ জুলাই ২০২৩
১৫:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া  
৯৩ (১৮.২ ওভার)
  আইল অব ম্যান
৯৪/৮ (১৭.৩ ওভার)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ১৯ (১৬)
লুসি বার্নেট ৩/২০ (৪ ওভার)
রেবেকা করকিট ২৫ (৩৩)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ৩/১১ (৪ ওভার)
আইল অব ম্যান ২ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া) ও লেনিন দুরাইরাজ (অস্ট্রিয়া)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

৩১ জুলাই ২০২৩
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া  
১২৮/৭ (২০ ওভার)
  আইল অব ম্যান
১৩১/২ (১৮.৫ ওভার)
প্রিয়া সাবু ২৮ (৫৮)
ক্যাথেরিন পেরি ২/১২ (৪ ওভার)
কিম কার্নি ৫৮* (৬৪)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ১/১২ (৩ ওভার)
আইল অব ম্যান ৮ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: আর্সলান আরিফ (অস্ট্রিয়া) ও লেনিন দুরাইরাজ (অস্ট্রিয়া)
  • আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমা মিলার (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Isle of Man and Guernsey Women to tour Austria in July/August 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩ 
  2. "An exciting summer schedule announced for the Isle of Man Women's National Team 👇"আইল অব ম্যান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Austrian Women will playing a bilateral series against Isle of Man women Starting tomorrow 30 July"অস্ট্রীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Cricket women triumphant"ম্যান্‌ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  5. "Austrian Women will be playing T20I series of 3 Matches against IOM Women at Seebarn Cricket Ground starting from 30th July"অস্ট্রীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  6. "Cricket: Women's T20 squad announced for international fixtures"ম্যান্‌ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা