২০২২ নারী দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

২০২২ নারী দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের অক্টোবর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটি ছিল দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নারীদের দ্বাদশ আসর।[২] টুর্নামেন্টে স্বাগতিক ব্রাজিলের সাথে অংশগ্রহণ করে আর্জেন্টিনাপেরু[২] একই সাথে কানাডার প্রতিনিধিত্বকারী একটি দলের অংশগ্রহণে আমেরিকা চ্যাম্পিয়নশিপ নামে একটি টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়,[২] যেখানে কানাডার দলটির ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে গণ্য হয় না।[৩] ব্রাজিল ছিল বিগত আসরের চ্যাম্পিয়ন দল।[৪]

২০২২ নারী দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
তারিখ১৩ অক্টোবর ২০২২ – ১৫ অক্টোবর ২০২২
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক ব্রাজিল
বিজয়ী ব্রাজিল (৫ম শিরোপা)
রানার-আপ আর্জেন্টিনা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
সর্বাধিক রান সংগ্রহকারীব্রাজিল রোবের্তা মোরেত্তি (১২৯)
সর্বাধিক উইকেটধারীআর্জেন্টিনা অ্যালিসন স্টকস (৭)

টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।[৫] অন্যদিকে আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিজয়ী হয় কানাডা একাদশ।[৬]

টুর্নামেন্টটি শেষ হওয়ার পরেই পুরুষদের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[১]

দলীয় সদস্য সম্পাদনা

  আর্জেন্টিনা[৭]   পেরু[২]   ব্রাজিল[২]
  • অ্যালিসন স্টকস (অধি.)
  • অ্যালিসন প্রিন্স
  • আলবের্তিনা গালান
  • কোনস্তানসা সোসা
  • তামারা বাসিলে
  • নারা পাত্রোন ফুয়েন্তেস (উই.)
  • ভেরোনিকা ভাসকেস
  • মারিয়া কাস্তিনিয়েইরাস
  • মারিয়ানা মার্তিনেস
  • মার্তিনা দেল ভায়ে (উই.)
  • মালেনা লোয়ো (উই.)
  • লুসিয়া টেলর
  • হুলিয়েতা কালেন
  • মিলকা এস্তেবান লিনারেস (অধি.)
  • আনহিয়েয়া রুত্তি
  • এভেলিন আরমাস (উই.)
  • এরিকা বুস্তামেন্তে সাভেদ্রা
  • ওলিভিয়া এস্পিনোসা
  • জুলিসা লি
  • পিয়েরিনা কেলসি দে ওর্তিস
  • মারিয়া মেসোনেস ভেরা
  • মিলকা লিনারেস ফ্লোরেস
  • সামান্থা হিকম্যান
  • সিন্তিয়া ওরনা
  • সিসি ভারিয়াস আতেনসিও
  • স্টেসি দিয়াস
  • রোবের্তা মোরেত্তি (অধি.)
  • লিন্ডসে ভিলাস বোয়াস (সহ-অধি.) (উই.)
  • আনা ক্লারা সাবিনো
  • এভেলিন মুলার
  • কারোলিনা নাসিমেন্তো
  • নিকোল মোন্তেইরো
  • মারিআন আর্তুর
  • মারিয়া এদুয়ার্দা রিবেইরো
  • মারিয়া সিলভা
  • মোনিকে রুফিনো মাশাদো (উই.)
  • রেনাতা জি সোউজা
  • লরা আগাথা
  • লাইরা রিবেইরো বেন্তো
  • লাউরা কারদোসো

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  ব্রাজিল +৫.৬৪৬
  আর্জেন্টিনা +৩.২৫৬
  পেরু −১০.৬৭৩

     চ্যাম্পিয়ন

সূচি সম্পাদনা

১৩ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ব্রাজিল  
২৩৫/২ (২০ ওভার)
বনাম
  পেরু
৩৩/৬ (২০ ওভার)
রোবের্তা মোরেত্তি ৭৭* (৪৬)
পিয়েরিনা কেলসি দে ওর্তিস ১/৫০ (৪ ওভার)
সামান্থা হিকম্যান ৮* (৫২)
রেনাতা জি সোউজা ২/৪ (২ ওভার)
ব্রাজিল ২০২ রানে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ১, সেরোপেজিকা
আম্পায়ার: অমল ভট্ট (মেক্সিকো) ও এমারসন ক্যারিংটন (বারমুডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোবের্তা মোরেত্তি (ব্রাজিল)
  • পেরু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোনিকে রুফিনো মাশাদো, লাইরা রিবেইরো বেন্তো (ব্রাজিল), এরিকা বুস্তামেন্তে সাভেদ্রা, পিয়েরিনা কেলসি দে ওর্তিস, মিলকা লিনারেস ফ্লোরেস ও সিসি ভারিয়াস আতেনসিও (পেরু)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ অক্টোবর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
পেরু  
৩১ (১৫.৪ ওভার)
বনাম
  আর্জেন্টিনা
৩৫/০ (২ ওভার)
সামান্থা হিকম্যান ১৫* (৩৫)
অ্যালিসন স্টকস ৭/৩ (৩.৪ ওভার)
ভেরোনিকা ভাসকেস ১৩* (৮)
আর্জেন্টিনা ১০ উইকেটে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ১, সেরোপেজিকা
আম্পায়ার: এমারসন ক্যারিংটন (বারমুডা) ও স্টিভেন কেইনস (বারমুডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিসন স্টকস (আর্জেন্টিনা)
  • পেরু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালিসন প্রিন্স (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।
  • অ্যালিসন স্টকস প্রথম আর্জেন্টিনীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

১৫ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
আর্জেন্টিনা  
১৩৩/৫ (২০ ওভার)
বনাম
  ব্রাজিল
১৩৪/২ (১৭.৪ ওভার)
অ্যালিসন প্রিন্স ৪২ (৩০)
নিকোল মোন্তেইরো ২/২০ (৩ ওভার)
রোবের্তা মোরেত্তি ৫২* (৫১)
মারিয়ানা মার্তিনেস ১/৩৩ (৪ ওভার)
ব্রাজিল ৮ উইকেটে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ১, সেরোপেজিকা
আম্পায়ার: অস্কার আন্দ্রাদে (বারমুডা) ও আর্নল্ড ম্যাডেলা (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোবের্তা মোরেত্তি (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারা পাত্রোন ফুয়েন্তেস (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী সম্পাদনা

আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩য় স্থান নির্ধারণী খেলা হিসেবে আর্জেন্টিনা ও পেরুর মধ্যে একটি অতিরিক্ত আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৬ অক্টোবর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
আর্জেন্টিনা  
২২৬/৪ (২০ ওভার)
বনাম
  পেরু
৪৪/৩ (২০ ওভার)
ভেরোনিকা ভাসকেস ৬৯ (৬৩)
সামান্থা হিকম্যান ১/৪১ (৪ ওভার)
মিলকা এস্তেবান লিনারেস ১৪* (৫১)
অ্যালিসন স্টকস ১/৩ (৩ ওভার)
আর্জেন্টিনা ১৮২ রানে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ২, সেরোপেজিকা
আম্পায়ার: আর্নল্ড ম্যাডেলা (কানাডা) ও স্টিভেন কেইনস (বারমুডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভেরোনিকা ভাসকেস (আর্জেন্টিনা)
  • পেরু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Próximo objetivo ➡️ SUDAMERICANO 🗓️ Octubre 2022"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Cricket Brazil to host 2022 Men's & Women's South American Championships"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ 
  3. @Emerging_96 (১৩ অক্টোবর ২০২২)। "The tournament begins today. All matches with Canada Women will be T20 Internationals without ranking points" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  4. "South American Championships Wrap"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  5. @WomensCricZone (১৬ অক্টোবর ২০২২)। "Brazil 🇧🇷 crowned South American champions for the 5⃣th time! 🏆" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  6. @canadiancricket (১৬ অক্টোবর ২০২২)। "Champions 🏆" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "🏏 SUDAMERICANO DE CRICKET 🏏 Categoría Mayores - Mujeres @flamingoscricketargentina 🙌🥇🦩"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা