২০২২ এসিএ আফ্রিকা টি২০ কাপ

২০২২ এসিএ আফ্রিকা টি২০ কাপ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটি প্রথমে ২০১৯ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ২০২০ সালের মার্চ মাসে কেনিয়ায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়।[২] ২০২০ সালের ৯ মার্চ কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্থগিত করা হয়।[৩][৪] পরবর্তীতে নিশ্চিত করা হয় যে টুর্নামেন্টটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনুষ্ঠিত হবে।[৫]

২০২২ এসিএ আফ্রিকা টি২০ কাপ
তারিখ১৫ সেপ্টেম্বর ২০২২ – ২২ সেপ্টেম্বর ২০২২
তত্ত্বাবধায়কআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিননকআউট
আয়োজক দক্ষিণ আফ্রিকা
বিজয়ী উগান্ডা
রানার-আপ তানজানিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কেনিয়া ইরফান করিম
সর্বাধিক রান সংগ্রহকারীউগান্ডা রিয়াজত আলি শাহ (২২২)
সর্বাধিক উইকেটধারীবতসোয়ানা ধ্রুব মাইসুরিয়া (১১)
আনুষ্ঠানিক ওয়েবসাইটআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন

প্রাথমিকভাবে তিনটি আঞ্চলিক বাছাইপর্বের প্রতিটির সেরা দুই দল এবং স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হওয়া জিম্বাবুয়েদক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৬] কিন্তু পরবর্তীতে টুর্নামেন্টটিতে শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যদের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।[৬] সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাছাইপর্ব টুর্নামেন্টসমূহ থেকে আরও দুটি দল মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।[৬] উত্তর-পশ্চিম অঞ্চল থেকে ঘানানাইজেরিয়া উত্তীর্ণ হয়, যাদের সাথে পরবর্তীতে ক্যামেরুনও যুক্ত হয়। দক্ষিণাঞ্চল থেকে মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় বতসোয়ানা, মালাউইমোজাম্বিক। পূর্বাঞ্চলের বাছাইপর্ব আয়োজন করা সম্ভব না হওয়ায় উগান্ডাকেনিয়া স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নাইজেরিয়ার পরিবর্তে তানজানিয়াকে টুর্নামেন্টে খেলার সুযোগ দেয়া হয়।[৭]

প্রতিযোগিতায় উত্তীর্ণ আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়।[৬] প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।[৬] প্রতিযোগিতার ফাইনালে তানজানিয়াকে পরাজিত করে বিজয়ী হয় উগান্ডা।[৮]

দলীয় সদস্য সম্পাদনা

  উগান্ডা[৯]   কেনিয়া[১০]   ক্যামেরুন[১১]   ঘানা[১২]   তানজানিয়া[১৩]   বতসোয়ানা[১৪]   মালাউই[১৫]   মোজাম্বিক
  • ব্রায়ান মাসাবা (অধি.)
  • অল্পেশ রামজানি
  • কসমাস কিয়েউতা
  • কেনেথ ওয়াইসোয়া
  • জুমা মিয়াগি
  • জোসেফ বাগুমা
  • দেউসদেদিত মুহুমুজা
  • প্যাসকাল মুরুংগি
  • ফ্রেড আচেলাম (উই.)
  • ফ্র্যাংক ন্সুবুগা
  • মুনির ইসমাইল
  • রিয়াজত আলি শাহ
  • সাইমন সেসাজি (উই.)
  • হেনরি সেনিয়োন্দো
  • ফোস্তাঁ ম্পেনিয়া (অধি.)
  • জুলিয়ঁ আবেগা (সহ-অধি.)
  • অ্যালেক্সিস বাল্লা
  • আপোলিনের মেনগুমু
  • আব্দুল্লাইয়ে আমিনু (উই.)
  • আলান তুবে (উই.)
  • ইদ্রিস চাকু
  • কুলভূষণ যাদব
  • দিপিতা লোইক
  • নার্সিস ন্দুতেং
  • প্রোতে আবান্দা
  • ব্রুনো ন্সেকে তুবে
  • রজার আতাংগানা
  • রোলঁ আমাহ
  • অভীক পাটওয়া (অধি.)
  • অখিল অনিল
  • অমল রাজীবন (উই.)
  • অ্যালি কিমোতে
  • ইভান ইসমাইল
  • ইয়ালিন্দে ন্‌কানিয়া
  • কাসেম নাস্‌সোরো
  • জনসন নিয়াম্বো
  • জিতিন সিং
  • মোহাম্মদ ইউনুস ইসা
  • মোহাম্মদ ওমরি কিতুন্দা (উই.)
  • রিজিকি কিসেতো
  • সালুম জুম্বে
  • হরশিদ চৌহান
  • মোয়াজ্জম বেগ (অধি.)
  • আফতাব লিমদাওয়ালা
  • ওয়ালিয়ু জ্যাকসন
  • গিফ্ট কানসোনখো
  • গেরশোম ন্তাম্বালিকা
  • চিসোমো চেতে (উই.)
  • ডনেক্স কানসোনখো
  • ড্যানিয়েল জাকিয়েল
  • বার্নার্ড কাপালামুলা
  • বেস্টন মাসাউকো
  • ব্লেসিংস পোন্দানি
  • মাইক চাওম্বা
  • মাইকেল মোয়ামাদি
  • সামি সোহেল
  • ফিলিপে কোসসা (অধি.)
  • আগোস্তিনিও নাভিশা
  • গোমিস গোমিস (উই.)
  • জেফানিয়াস মাৎসিনিয়ে
  • জোয়াঁও হু
  • জোসে বুলেলে
  • জোসে মেলিতা জোয়াঁও
  • ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা
  • ফ্রেদেরিকো কারাভা
  • বের্নার্দো সিমাংগো
  • ভিয়েইরা তেম্বো (উই.)
  • মনসুর আলজি
  • লাস্ত এমিলিও (উই.)
  • লুইস মাভুমে
  • লুরেনসো সালোমোনে
  • লুরেনসো সিমাংগো
  • সান্তানা জিমা

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  উগান্ডা +১.১২৯
  বতসোয়ানা +১.৪৯০
  ঘানা +০.০৫৬
  মোজাম্বিক −২.৬৩৩

     সেমিফাইনালে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

১৫ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১০৩/৮ (২০ ওভার)
বনাম
  উগান্ডা
১০৭/৩ (১৮.২ ওভার)
সুরজ কোলেরি ২৯ (৪১)
অল্পেশ রামজানি ৪/১৭ (৪ ওভার)
সাইমন সেসাজি ৩৭ (৩৯)
রেজিনাল্ড নেহোন্দে ২/২২ (৪ ওভার)
উগান্ডা ৭ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আকাসিও চিৎসোন্দ্‌জো (মোজাম্বিক) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অল্পেশ রামজানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অল্পেশ রামজানি, প্যাসকাল মুরুংগি (উগান্ডা), বোতেং মাপোসা ও সুরজ কোলেরি (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ঘানা  
১৫৪/৭ (২০ ওভার)
বনাম
  মোজাম্বিক
১২৬/৪ (২০ ওভার)
রেক্সফোর্ড বাকুম ৭১ (৩০)
জোয়াঁও হু ২/১৬ (৩ ওভার)
জোসে বুলেলে ৪৩ (৪৭)
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ২/২৮ (৪ ওভার)
ঘানা ২৮ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেক্সফোর্ড বাকুম (ঘানা)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেলভিন আওয়ালা ও গগনদীপ সিং (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১৪৬/৯ (২০ ওভার)
বনাম
  ঘানা
১৩৫ (২০ ওভার)
স্যামসন আউইয়াহ ৩৬ (৪১)
ধ্রুব মাইসুরিয়া ৫/১৮ (৪ ওভার)
বতসোয়ানা ১১ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও আকাসিও চিৎসোন্দ্‌জো (মোজাম্বিক)
ম্যাচ সেরা খেলোয়াড়: ধ্রুব মাইসুরিয়া (বতসোয়ানা)
  • ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লেয়ানো মাপানে (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
  • ধ্রুব মাইসুরিয়া প্রথম মোতসোয়ানা ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

১৮ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
উগান্ডা  
১৬২/৭ (২০ ওভার)
বনাম
  মোজাম্বিক
১২৪/৯ (২০ ওভার)
অল্পেশ রামজানি ৭৮ (৪৫)
লুরেনসো সিমাংগো ২/২০ (৪ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৫৩ (৩৭)
কেনেথ ওয়াইসোয়া ৪/১৪ (৪ ওভার)
উগান্ডা ৩৮ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অল্পেশ রামজানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জোসেফ বাগুমা ও মুনির ইসমাইল (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১৮৫/৬ (২০ ওভার)
বনাম
  মোজাম্বিক
৯৩ (২০ ওভার)
কারাবো মোৎলানকা ৫৬ (৪২)
ফিলিপে কোসসা ২/৩৪ (৪ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৩৩ (৩৮)
ধ্রুব মাইসুরিয়া ৪/২০ (৪ ওভার)
বতসোয়ানা ৯২ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া) ও মাখিল মোলার (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: থাতায়াওনে ৎশোসে (বতসোয়ানা)
  • মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ঘানা  
১৩৩/৯ (২০ ওভার)
বনাম
  উগান্ডা
১৩৫/২ (১৭.৪ ওভার)
জেমস ভিফাহ ৪৫ (৩৭)
কেনেথ ওয়াইসোয়া ৩/২৮ (৪ ওভার)
সাইমন সেসাজি ৫৬* (৫৬)
আজিজ সুয়ালি ২/২৫ (৩ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেনেথ ওয়াইসোয়া (উগান্ডা)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  তানজানিয়া +২.৭২৪
  কেনিয়া +৩.০৯০
  মালাউই −০.৯১৫
  ক্যামেরুন −৫.০৭৫

     সেমিফাইনালে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

১৫ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ক্যামেরুন  
৭৬ (২০ ওভার)
বনাম
  মালাউই
৭৭/৩ (১৩.১ ওভার)
ব্রুনো ন্সেকে তুবে ১৬ (৩৫)
মাইক চাওম্বা ৩/১০ (৪ ওভার)
সামি সোহেল ২৮* (৩৭)
ব্রুনো ন্সেকে তুবে ১/২১ (৪ ওভার)
মালাউই ৭ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি সোহেল (মালাউই)
  • মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আব্দুল্লাইয়ে আমিনু, কুলভূষণ যাদব (ক্যামেরুন) ও আফতাব লিমদাওয়ালা (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
কেনিয়া  
১৬১/৭ (২০ ওভার)
বনাম
  মালাউই
১০৯/৭ (২০ ওভার)
রাকেপ প্যাটেল ৪৭ (২৭)
মোয়াজ্জম বেগ ২/৩৬ (৪ ওভার)
ডনেক্স কানসোনখো ৪০ (৪৩)
যশ তালাতি ৩/১৮ (৪ ওভার)
কেনিয়া ৫২ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও মাখিল মোলার (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: যশ তালাতি (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জেরার্ড মোয়েন্দোয়া ও যশ তালাতি (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ক্যামেরুন  
৭৭ (১৮.২ ওভার)
বনাম
  তানজানিয়া
৭৮/০ (৭.৫ ওভার)
রোলঁ আমাহ ১৮ (২৩)
কাসেম নাস্‌সোরো ৪/১৪ (৪ ওভার)
অভীক পাটওয়া ৪২* (২৬)
তানজানিয়া ১০ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও আকাসিও চিৎসোন্দ্‌জো (মোজাম্বিক)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাসেম নাস্‌সোরো (তানজানিয়া)
  • ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অখিল অনিল, অমল রাজীবন ও ইয়ালিন্দে ন্‌কানিয়া (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ সেপ্টেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
কেনিয়া  
১৫৫/৩ (২০ ওভার)
বনাম
  তানজানিয়া
১৫৯/৬ (১৯ ওভার)
ঋষভ প্যাটেল ৪৫ (৪৪)
কাসেম নাস্‌সোরো ১/৩০ (৪ ওভার)
অখিল অনিল ৫২* (২৭)
লুকাস ওলুওচ ৩/২১ (৩ ওভার)
তানজানিয়া ৪ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও মাখিল মোলার (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অখিল অনিল (তানজানিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • স্টিফেন বিকো (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ক্যামেরুন  
৪৮ (১৪.২ ওভার)
বনাম
  কেনিয়া
৫০/১ (৩.২ ওভার)
ব্রুনো ন্সেকে তুবে ১৪ (১৭)
যশ তালাতি ৩/৮ (৪ ওভার)
সুখদীপ সিং ২৬* (১০)
জুলিয়ঁ আবেগা ১/১১ (১ ওভার)
কেনিয়া ৯ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আকাসিও চিৎসোন্দ্‌জো (মোজাম্বিক) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: যশ তালাতি (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া  
১৭০/৮ (২০ ওভার)
বনাম
  মালাউই
১২৬/৪ (২০ ওভার)
অমল রাজীবন ৭০ (৫১)
মোয়াজ্জম বেগ ৩/৩১ (৪ ওভার)
মোয়াজ্জম বেগ ৭৪ (৫৮)
হরশিদ চৌহান ১/১০ (৩ ওভার)
তানজানিয়া ৪৪ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আকাসিও চিৎসোন্দ্‌জো (মোজাম্বিক) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাসেম নাস্‌সোরো (তানজানিয়া)
  • মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ ইউনুস ইসা (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

নকআউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

  সেমিফাইনাল ফাইনাল
                 
বি২    কেনিয়া ১০৫/৮ (১৮)  
এ১    উগান্ডা ১০৭/৭ (১৭.৩)  
    বি১    তানজানিয়া ১৭৪/৫ (২০)
  এ১    উগান্ডা ১৭৫/২ (১৯.৪)
এ২    বতসোয়ানা ১৪৬/৭ (২০)
বি১    তানজানিয়া ১৪৯/৬ (১৮.৩)  

সেমিফাইনাল সম্পাদনা

১ম সেমিফাইনাল সম্পাদনা

২১ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া  
১০৫/৮ (১৮ ওভার)
বনাম
  উগান্ডা
১০৭/৭ (১৭.৩ ওভার)
ইরফান করিম ৪৮ (৪৩)
কসমাস কিয়েউতা ৪/২২ (৪ ওভার)
রিয়াজত আলি শাহ ৪৮ (৪৩)
লুকাস ওলুওচ ৪/৩০ (৩ ওভার)
উগান্ডা ৩ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও মাখিল মোলার (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কসমাস কিয়েউতা (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে উগান্ডার লক্ষ্য ১৮ ওভারে ১০৭ নির্ধারণ করা হয়।

২য় সেমিফাইনাল সম্পাদনা

২১ সেপ্টেম্বর ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১৪৬/৭ (২০ ওভার)
বনাম
  তানজানিয়া
১৪৯/৬ (১৮.৩ ওভার)
রেজিনাল্ড নেহোন্দে ৪৫ (৪৩)
কাসেম নাস্‌সোরো ২/২৪ (৪ ওভার)
সালুম জুম্বে ২৮ (১৮)
ধ্রুব মাইসুরিয়া ২/১৩ (৪ ওভার)
তানজানিয়া ৪ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেজিনাল্ড নেহোন্দে (বতসোয়ানা)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল সম্পাদনা

২২ সেপ্টেম্বর ২০২২
১৫:০০
স্কোরকার্ড
তানজানিয়া  
১৭৪/৫ (২০ ওভার)
বনাম
  উগান্ডা
১৭৫/২ (১৯.৪ ওভার)
অভীক পাটওয়া ৬৮ (৫৫)
দেউসদেদিত মুহুমুজা ২/১৪ (২ ওভার)
রিয়াজত আলি শাহ ৯৮* (৫৩)
হরশিদ চৌহান ১/২১ (৪ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিয়াজত আলি শাহ (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Schedule and squads announced for ACA T20 Africa Cup in South Africa in September 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Cricket Cranes gaffer Tikolo out of contract"মনিটর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯ 
  3. "ACA T20 Africa Cup Kenya 2020 postponed"আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  4. "NCF Closes Lagos Camp As Coronavirus Forces Postponement Of Africa Cricket Championship"বিজি বাডিস (ইংরেজি ভাষায়)। ১৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  5. "The Africa Cup will be hosted in Benoni"বেনোনি সিটি টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  6. "ACA T20 Africa CUP - Route to Finals"আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯ 
  7. "ACA AFRICA T20 CUP 2022"ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  8. "Cricket Cranes win Africa Cup by 8 wickets against Tanzania"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ 
  9. "Cricket Cranes Take On Africa Cup Challenge"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ 
  10. "Kenya ready for T20 Cup in South Africa"নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 
  11. "FINAL LIST FOR ACA AFRICA CUP T20"ক্যামেরুন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  12. "Our Team List For The Upcoming Cricket Africa Cup In South Africa 🇿🇦 #icc #aca"ঘানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 
  13. "ACA AFRICA T20 CUP"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  14. "🚨SQUAD ANNOUNCEMENT🚨"বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  15. "ACA #AFRICA T20 CUP 2022"ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা