২০২২–২৩ সিঙ্গাপুর নারী ক্রিকেট দলের ইন্দোনেশিয়া সফর

সিঙ্গাপুর নারী ক্রিকেট দল ২০২২ সালের নভেম্বর মাসে ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইন্দোনেশিয়া সফর করে।[১] সিরিজটি কার্তিনি কাপের ২০২২ সালের আসর হিসেবে খেলা হয়।[২] সিরিজের সব ম্যাচ বালির জিম্বারানের উদয়ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৩] সিরিজে ইন্দোনেশিয়া ৬–০ ব্যবধানে জয়ী হয়।

২০২২–২৩ সিঙ্গাপুর নারী ক্রিকেট দলের ইন্দোনেশিয়া সফর
 
  ইন্দোনেশিয়া সিঙ্গাপুর
তারিখ ৪ নভেম্বর ২০২২ – ৯ নভেম্বর ২০২২
অধিনায়ক নি ওয়ায়ান সারিয়ানি শাফিনা মহেশ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৬ ম্যাচের সিরিজে ইন্দোনেশিয়া ৬–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নি পুতু আয়ু নন্দ সাকারিনি (২১২) শাফিনা মহেশ (৪৩)
সর্বাধিক উইকেট নি মাদে পুত্রী সুবনদেবী (১০) ধবিনা শর্মা (৪)
সিরিজ সেরা খেলোয়াড় নি পুতু আয়ু নন্দ সাকারিনি (ইন্দোনেশিয়া)

দলীয় সদস্য সম্পাদনা

  ইন্দোনেশিয়া[৩]   সিঙ্গাপুর[৩]
  • নি ওয়ায়ান সারিয়ানি (অধি.) (উই.)
  • নি মাদে পুত্রী সুবনদেবী (সহ-অধি.)
  • আন্দ্রিয়ানি (উই.)
  • ইউলিয়া আংগ্রাইনি (উই.)
  • কাদেক উইন্দা প্রাস্তিনি
  • চাও লিয়ে
  • তন্ত্রী বিগ্রাদিয়ান্তি
  • দারা আগুং লক্ষ্মী পারমিতা
  • নি কাদেক ফিতরিয়া রাধা রানী
  • নি পুতু আয়ু নন্দ সাকারিনি (উই.)
  • বেরলিয়ান দুমা পারে
  • মারিয়া কোরাসোন (উই.)
  • মিয়া অর্ধ
  • রহমাবতী পাংগেস্তুতি
  • লাইলি সালসাবিলা
  • সাং আয়ু কেতুত পুষ্পিতা দেবী
  • শাফিনা মহেশ (অধি.) (উই.)
  • আডা ভাসিন (উই.)
  • কমল রাজা
  • চতুরানি আবেরত্নে
  • চেন স্যিহুয়া
  • জোসেলিন পুরাণকরন
  • জোহানা পুরাণকরন
  • তন্বী সঞ্জয় প্রসাদ
  • দামিনী রমেশ
  • ধবিনা শর্মা
  • ধ্বনি প্রকাশ (উই.)
  • বিনু কুমার
  • রিয়া ভাসিন
  • সমৃদ্ধি এখণ্ডে
  • সহনা আইয়ার

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

৪ নভেম্বর ২০২২
১১:৩০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
১৬৪/২ (২০ ওভার)
বনাম
  সিঙ্গাপুর
৬৮ (১৭.৩ ওভার)
নি পুতু আয়ু নন্দ সাকারিনি ৯৫* (৭৩)
ধবিনা শর্মা ২/২৭ (৪ ওভার)
আডা ভাসিন ১৫* (৪১)
সাং আয়ু কেতুত পুষ্পিতা দেবী ৩/৭ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৯৬ রানে জয়ী
উদয়ন ক্রিকেট মাঠ, জিম্বারান
আম্পায়ার: ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া) ও সোনি হাও (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নি পুতু আয়ু নন্দ সাকারিনি (ইন্দোনেশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মারিয়া কোরাসোন, মিয়া অর্ধ, লাইলি সালসাবিলা, সাং আয়ু কেতুত পুষ্পিতা দেবী (ইন্দোনেশিয়া) ও কমল রাজা (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

৫ নভেম্বর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
১৭০/২ (২০ ওভার)
বনাম
  সিঙ্গাপুর
৪৯ (১৭.৩ ওভার)
নি পুতু আয়ু নন্দ সাকারিনি ৬২ (৫৩)
বিনু কুমার ১/২২ (৪ ওভার)
বিনু কুমার ২০ (২০)
নি ওয়ায়ান সারিয়ানি ২/৫ (৩ ওভার)
ইন্দোনেশিয়া ১২১ রানে জয়ী
উদয়ন ক্রিকেট মাঠ, জিম্বারান
আম্পায়ার: ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া) ও সুব্রহ্মণ্য গোপালকৃষ্ণন (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নি পুতু আয়ু নন্দ সাকারিনি ও মারিয়া কোরাসোন (ইন্দোনেশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সহনা আইয়ার (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই সম্পাদনা

৬ নভেম্বর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
১৩২/২ (২০ ওভার)
বনাম
  সিঙ্গাপুর
৭০/৭ (২০ ওভার)
মিয়া অর্ধ ৬২* (৬৭)
ধবিনা শর্মা ১/১৬ (৪ ওভার)
শাফিনা মহেশ ১৭ (২৫)
দারা আগুং লক্ষ্মী পারমিতা ২/১০ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৬২ রানে জয়ী
উদয়ন ক্রিকেট মাঠ, জিম্বারান
আম্পায়ার: সুব্রহ্মণ্য গোপালকৃষ্ণন (ইন্দোনেশিয়া) ও সোনি হাও (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিয়া অর্ধ (ইন্দোনেশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তন্বী সঞ্জয় প্রসাদ (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই সম্পাদনা

৭ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
১২৫/৪ (২০ ওভার)
বনাম
  সিঙ্গাপুর
৩৮/৯ (২০ ওভার)
ইউলিয়া আংগ্রাইনি ৩৪ (৩৩)
বিনু কুমার ১/১৫ (৩ ওভার)
জোহানা পুরাণকরন ৫* (৩৪)
দারা আগুং লক্ষ্মী পারমিতা ৩/১০ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৮৭ রানে জয়ী
উদয়ন ক্রিকেট মাঠ, জিম্বারান
আম্পায়ার: ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া) ও সোনি হাও (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দারা আগুং লক্ষ্মী পারমিতা (ইন্দোনেশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চাও লিয়ে (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই সম্পাদনা

৮ নভেম্বর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
১৬৪/২ (২০ ওভার)
বনাম
  সিঙ্গাপুর
২১/৩ (৮ ওভার)
আন্দ্রিয়ানি ৫৫* (৪৭)
চতুরানি আবেরত্নে ১/২০ (২ ওভার)
বিনু কুমার ৮* (১৯)
নি মাদে পুত্রী সুবনদেবী ২/১ (২ ওভার)
ইন্দোনেশিয়া ৪৩ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
উদয়ন ক্রিকেট মাঠ, জিম্বারান
আম্পায়ার: ই গেদা সুদা আর্সা (ইন্দোনেশিয়া) ও ইউসুফ ওয়াদু (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রিয়ানি ও নি পুতু আয়ু নন্দ সাকারিনি (ইন্দোনেশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৬ষ্ঠ টি২০আই সম্পাদনা

৯ নভেম্বর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
২৩ (১৬.৫ ওভার)
বনাম
  ইন্দোনেশিয়া
২৪/১ (৪.৩ ওভার)
ধবিনা শর্মা ৫ (১৪)
নি মাদে পুত্রী সুবনদেবী ২/৩ (৪ ওভার)
ইউলিয়া আংগ্রাইনি ১৪* (১৬)
দামিনী রমেশ ১/১৪ (২.৩ ওভার)
ইন্দোনেশিয়া ৯ উইকেটে জয়ী
উদয়ন ক্রিকেট মাঠ, জিম্বারান
আম্পায়ার: সুব্রহ্মণ্য গোপালকৃষ্ণন (ইন্দোনেশিয়া) ও সোনি হাও (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নি মাদে পুত্রী সুবনদেবী (ইন্দোনেশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. @WomensCricZone (১ নভেম্বর ২০২২)। "𝐁𝐚𝐥𝐢 𝐖𝐨𝐦𝐞𝐧'𝐬 𝐓𝟐𝟎𝐈 𝐛𝐢-𝐥𝐚𝐭𝐞𝐫𝐚𝐥 𝐬𝐞𝐫𝐢𝐞𝐬❗️" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  2. "Indonesia Cricket to host Singapore Women for WT20I series in November 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২২ 
  3. "Singapore Women Tour of Indonesia 2022 - Squads, Fixtures and All you need to know"ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা