২০২১ আয়ারল্যান্ড ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর

আয়ারল্যান্ড ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য সফর করে, নেদারল্যান্ডস যা জুন ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১][২]

২০২১ আয়ারল্যান্ড ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
 
  নেদারল্যান্ডস আয়ারল্যান্ড
তারিখ ২ – ৭ জুন ২০২১
অধিনায়ক পিটার সিলার অ্যান্ড্রু বালবির্নি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নেদারল্যান্ডস ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান স্টিফেন মাইবার্গ (১০৫) পল স্টার্লিং (১২৬)
সর্বাধিক উইকেট লোগান ফন বীক (৬) জোশ লিটল (৮)
সিরিজ সেরা খেলোয়াড় লোগান ফন বীক (নেদারল্যান্ডস)

দলীয় সদস্য সম্পাদনা

ওডিআই
  নেদারল্যান্ডস   আয়ারল্যান্ড

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২ জুন ২০২১
১০:৩০
নেদারল্যান্ডস  
১৯৫ (৫০ ওভার)
  আয়ারল্যান্ড
১৯৪/৯ (৫০ ওভার)
টিম ফন দের গাগতেন ৪৯ (৫৩)
জোশ লিটল ৩/৩২ (১০ ওভার)
পল স্টার্লিং ৬৯ (১১২)
পিটার সিলার ৩/২৭ (৯ ওভার)
নেদারল্যান্ডস ১ রানে জয়ী
স্পোর্টপার্ক মারসচালকেরওয়ার্ড, ইউট্রেখ্ট‌

আম্পায়ার: নিতিন বাথী (নেদারল্যান্ডস) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)

ম্যাচ সেরা খেলোয়াড়: টিম ফন দের গাগতেন (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটি ছিল প্রথম ওডিআই ম্যাচ এই মাঠে খেলে
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নেদারল্যান্ডস ১০, আয়ারল্যান্ড ০।

২য় ওডিআই সম্পাদনা

৪ জুন ২০২১
১০:৩০
নেদারল্যান্ডস  
১৫৭ (৪৯.২ ওভার)
  আয়ারল্যান্ড
১৫৮/২ (৪৩ ওভার)
ম্যাক্স ও'দাউড ৩৬ (৫৯)
ক্রেগ ইয়ং ৪/১৮ (৯.২ ওভার)
আয়ারল্যান্ড ৮ উইকেটে জয়ী
স্পোর্টপার্ক মারসচালকেরওয়ার্ড, ইউট্রেখ্ট‌

আম্পায়ার: রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)

ম্যাচ সেরা খেলোয়াড়: জশ লিটল (আয়ারল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আয়ারল্যান্ড ১০, নেদারল্যান্ডস ০।

৩য় ওডিআই সম্পাদনা

৭ জুন ২০২১
১০:৩০
আয়ারল্যান্ড  
১৬৩ (৪৯.২ ওভার)
  নেদারল্যান্ডস
১৬৬/৬ (৪৫.৫ ওভার)
হ্যারি টেক্টর ৫৮ (১০০)
ফ্রেড ক্লাসেন ৩/২৩ (১০ ওভার)
স্টিফেন মাইবার্গ ৭৪ (১১১)
সিমি সিং ৩/২৯ (৯.৫ ওভার)
নেদারল্যান্ডস ৪ উইকেটে জয়ী
স্পোর্টপার্ক মারসচালকেরওয়ার্ড, ইউট্রেখ্ট‌

আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও আদ্রিয়ান ফন ডেন দ্রাইস (নেদারল্যান্ডস)

ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিফেন মাইবার্গ (নেদারল্যান্ডস)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মুসা আহমেদ (নেদারল্যান্ডস) তার ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নেদারল্যান্ডস ১০, আয়ারল্যান্ড ০।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ireland must enter bubble to start busy year in UAE"Belfast Telegraph। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১ 
  2. "Ireland could host Pakistan T20Is in England but Test opportunities remain limited"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা