২০১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

শ্রীলংকা আন্তর্জাতিক ক্রিকেট দলের সফর

শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য স্কটল্যান্ড সফর করে, যা মে ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১]

২০১৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড শ্রীলঙ্কা
তারিখ ১৮ – ২১ মে ২০১৯
অধিনায়ক কাইল কোয়েতজার দিমুথ করুনারত্নে
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জর্জ মানসে (৬১) দিমুথ করুনারত্নে (৭৭)
সর্বাধিক উইকেট ব্র্যাড হুইল (৩) নুয়ান প্রদীপ (৪)

দলীয় সদস্য সম্পাদনা

ওডিআই
  স্কটল্যান্ড   শ্রীলঙ্কা

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১৮ মে ২০১৯
১১:০০
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং একটি ভেজা আউটফিল্ড কারণে কোন খেলার সম্ভব ছিল।

২য় ওডিআই সম্পাদনা

২১ মে ২০১৯
১১:০০
শ্রীলঙ্কা  
৩২২/৮ (৫০ ওভার)
  স্কটল্যান্ড
১৯৯ (৩৩.২ ওভার)
জর্জ মানসে ৬১ (৪২)
নুয়ান প্রদীপ ৪/৩৪ (৭ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৩৪ ওভারে স্কটল্যান্ডকে ২৩৫ রানের একটি সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
  • দিমুথ করুনারত্নে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ওডিআই প্রথমবার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sri Lanka to play two ODIs in Scotland ahead of 2019 World Cup"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা