২০১৯ এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ

২০১৯ এসিসি ইমার্জিং টীম এশিয়া কাপ ছিল এসিসি ইমার্জিং টীম এশিয়া কাপ প্রতিযোগিতার চতুর্থ আসর যা ১৪ থেকে ২৩ নভেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।[১][২] প্রতিযোগিতায় টেস্ট মর্যাদা প্রাপ্ত পাঁচটি দেশের অনূর্ধ্ব-২৩ দল ও ২০১৮ এশিয়া কাপ বাছাইপর্বের সেরা তিনটি দল সহ মোট আটটি দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতাটির আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।[৩] অজ্ঞাত কারণে সংযুক্ত আরব আমিরাত তাদের অংশগ্রহণ প্রত্যাহার করলে এশিয়া কাপ কোয়ালিফায়ারের চতুর্থ দল হিসাবে নেপাল অংশগ্রহণের সুযোগ পায়।[৪]

২০১৯ এসিসি ইমার্জিং টীম এশিয়া কাপ
তারিখ১৪ – ২৩ নভেম্বর ২০১৯
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনলিস্ট এ
প্রতিযোগিতার ধরনগ্রুপ ও নক-আউট প্রতিযোগিতা
আয়োজকবাংলাদেশ বাংলাদেশ
বিজয়ী পাকিস্তান অনূর্ধ্ব-২৩ (১ম শিরোপা)
রানার-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়বাংলাদেশ সৌম্য সরকার
সর্বাধিক রান সংগ্রহকারীপাকিস্তান রোহাইল নাজির (৩০২)
সর্বাধিক উইকেটধারীবাংলাদেশ সুমন খান (১৪)

প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশকে ৭৭ রানে পরাজিত করে পাকিস্তান শিরোপা অর্জন করে।[৫]

দল সম্পাদনা

দলগুলোকে নিম্নোক্ত গ্রুপে বিভক্ত করা হয়:[৬]

গ্রুপ এ[৭] গ্রুপ বি[৭]
  শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩   ভারত অনূর্ধ্ব-২৩
  পাকিস্তান অনূর্ধ্ব-২৩   বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
  আফগানিস্তান অনূর্ধ্ব-২৩   হংকং (২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব) (১ম)
  ওমান (২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব) (৩য়)     নেপাল (২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব) (৪র্থ)

দলীয় সদস্য সম্পাদনা

  আফগানিস্তান অনূর্ধ্ব-২৩[৮]   বাংলাদেশ অনূর্ধ্ব-২৩[৯]   হংকং[১০]   ভারত অনূর্ধ্ব-২৩
  ওমান[১১]   পাকিস্তান অনূর্ধ্ব-২৩[১২]   শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩[১৩]     নেপাল[১৪]

টুর্নামেন্ট শুরুর পূর্বে ভারতের শান্তনু বার্দোয়াজআর্শদীপ সিং কে স্কোয়াড থেকে পরিত্যাগ করা হয় এবং বদলী হিসাবে আদিত্য থাকারেশিবম মাভিকে দলে ডাকা হয়।

গ্রুপ পর্যায় সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  পাকিস্তান অনূর্ধ্ব-২৩ +২.০৬৬ নক-আউট পর্যায় অগ্রসর
  আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ +০.৩১৬
  ওমান −১.৬৭৩
  শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ −০.৮৩৭
১৪ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
  ওমান
২৬৯/৬ (৪৮.৫ ওভার)
যতীন্দার সিং ১৩১* (১৫০)
আমিলা আপন্সো ৩/৪০ (১০ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কালানা পেরেরা (শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

১৪ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
  পাকিস্তান অনূর্ধ্ব-২৩
১৪২/২ (৩৫.৩ ওভার)
মুনীর আহমাদ ৪১ (৭১)
মোহাম্মদ মহসিন ৪/৩০ (৯.২ ওভার)
রোহেল নাজির ৫৩* (৭৩)
নিজাত মাসুদ ১/১৮ (৫ ওভার)
  • আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হায়দার আলীআকিফ জাভেদ (পাকিস্তান অনূর্ধ্ব-২৩) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

১৬ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
আমাদ বাট ৪৪ (৪৫)
অসিত ফার্নান্দো ৩/২৮ (৯.৫ ওভার)
  • শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মুহাম্মদ আসাদ (পাকিস্তান অনূর্ধ্ব-২৩) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

১৬ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
ওমান  
১৫৩ (৪৪ ওভার)
‌আব্দুল মালিক ৯১* (১০২)
আকিব ইলিয়াস ১/২০ (৫ ওভার)
  • আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • গোপেন্দ্র বহরা (ওমান) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

১৮ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
চরিত আশালংকা ১০০ (১০৬)
আজমতুল্লাহ ওমরজাই ৩/৩৬ (৯.৫ ওভার)
শহীদুল্লাহ ১০২* (১৩৭)
কালানা পেরেরা ১/৩০ (৬ ওভার)
  • আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৮ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
  ওমান
১৭২ (৪৭.২ ওভার)
হায়দার আলী ১১৮ (১৩১)
ফাইয়াজ বাট ২/৬১ (৮ ওভার)
মোহাম্মদ নাদিম ৪৬ (৬৮)
খুশদিল শাহ ৩/২৭ (৬.২ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ +২.৫০২ নক-আউট পর্যায় অগ্রসর
  ভারত অনূর্ধ্ব-২৩ +০.৮২৯
    নেপাল −০.৭৫২
  হংকং −২.০৫৮
১৪ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
নেপাল    
১৯৩ (৪৪.৫ ওভার)
  ভারত অনূর্ধ্ব-২৩
১৯৪/৩ (৪২ ওভার)
পবন সরাফ ৫৬ (৪৯)
সৌরভ দুবে ৪/২৬ (৭.৫ ওভার)
সানভীর সিং ৫৬ (৭৩)
করন কেসি ১/২৫ (৭ ওভার)

১৪ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
হংকং  
১৬৪/৯ (৫০ ওভার)
  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
১৬৬/১ (২৪.১ ওভার)
হারুন আরশাদ ৩৫ (৩৩)
সুমন খান ৪/৩৩ (১০ ওভার)
সৌম্য সরকার ৮৪* (৭৪)
এহসান খান ১/৩৯ (৮ ওভার)

১৬ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
ভারত অনূর্ধ্ব-২৩  
২৪৬ (৫০ ওভার)
  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
২৫০/৪ (৪২.১ ওভার)
আরমান জাফর ১০৫ (৯৮)
সুমন খান ৪/৬৪ (১০ ওভার)
নাজমুল হোসেন শান্ত ৯৪ (৮৮)
যশ রাথড ১/১৬ (২ ওভার)
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিনায়ক গুপ্তা (ভারত অনূর্ধ্ব-২৩) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

১৬ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
নেপাল    
২১৭ (৫০ ওভার)
  হংকং
১৭৭ (৪৫.৫ ওভার)
শরদ বৈশ্বকর ৮৯ (১৩৯)
আইজাজ খান ৩/৪২ (৯ ওভার)
কিঞ্চিত শাহ ৫৩ (৮০)
অভিনাশ বহরা ৩/৩২ (৯ ওভার)
করন কেসি ৩/৩২ (৯ ওভার)

১৮ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
ভারত অনূর্ধ্ব-২৩  
৩২২/৫ (৫০ ওভার)
  হংকং
২০২ (৪৭.৩ ওভার)
চিন্ময় সুতার ১০৪* (৮৫)
কিঞ্চিত শাহ ৩/৩৩ (১০ ওভার)
শহীদ ওয়াসিফ ৬৮ (৮৪)
শুভম শর্মা ৪/৩২ (১০ ওভার)

১৮ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
নেপাল    
১৩৮ (৪৪.৩ ওভার)
  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
১৪০/২ (২৪ ওভার)
সোমপাল কামি ৩৮ (৬৩)
সুমন খান ৩/২৯ (৮.৩ ওভার)
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

নক-আউট পর্যায় সম্পাদনা

সেমি-ফাইনাল সম্পাদনা

১ম সেমি-ফাইনাল
২০ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
  ভারত অনূর্ধ্ব-২৩
২৬৪/৮ (৫০ ওভার)
ওমাইর বিন ইউসুফ ৬৬ (৯৭)
শিভম মাভি ২/৫৩ (১০ ওভার)
সানভীর সিং ৭৬ (৯০)
সাইফ বদর ২/৫৭ (১০ ওভার)
  • পাকিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় সেমি-ফাইনাল
২১ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
২২৯/৩ (৩৯.৫ ওভার)
দারউশ রাসুলি ১১৪ (১২৮)
হাসান মাহমুদ ৩/৪৮ (১০ ওভার)
সৌম্য সরকার ৬১ (৫৯)
আব্দুল ওয়াসি ২/৪৬ (৮ ওভার)
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল সম্পাদনা

২৩ নভেম্বর ২০১৯
০৯:০০
Scorecard
  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
২২৪ (৪৩.৩ ওভার)
রোহেল নাজির ১১৩ (১১১)
সুমন খান ৩/৭৫ (১০ ওভার)
আফিফ হোসেন ৪৯ (৫৩)
মোহাম্মদ হাসনাইন ৩/৩২ (৮.৩ ওভার)
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Calendar of activities 2019"Asian Cricket Council। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০ 
  2. "ACC Emerging Teams Asia Cup set to begin tomorrow"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  3. "Bangladesh to host 2019 ACC emerging Asia Cup"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "Nepal set to play ACC Emerging Teams Asia Cup"The Bootballer। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  5. "Rohail's century earns Pakistan ACC Emerging Teams Asia Cup 2019 trophy"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯ 
  6. "ACC Emerging Teams Asia Cup 2019 Trophy Unveiling Ceremony"Asian Cricket Council। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 
  7. "Host Bangladesh drawn with India"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯ 
  8. "Afghanistan Emerging travels to Bangladesh for Asia Cup"Afghanistan Cricket Board। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  9. "Media Release : Bangladesh squad for Emerging Teams Asia Cup 2019 announced"Bangladesh Cricket Board। ২০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯ 
  10. "Hong Kong ACC Emerging Teams Tournament Men's Squad Announcement"Hong Kong Cricket। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  11. "Kaleem replaces Maqsood as captain for ACC Emerging Teams' Asia Cup"Oman Cricket। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  12. "সাউদ শাকীল named Pakistan captain for ACC Emerging Teams Asia Cup 2019"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  13. "Sri Lanka squad for Emerging Teams Asia Cup 2019 announced"The Papare। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  14. "Final Squad Announced For Emerging Cup, Khadka and Lamichhane Miss Out"dailylivescores। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯