২০১৭ সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ


২০১৭ সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ হলো সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ-এর ৪র্থ আসর। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৬ বাছাইপর্ব থাকার কারণে সব দল অনূর্ধ্ব-১৫ দল পাঠায়, তাই টুর্নামেন্টটিকে অফিসিয়ালি অনূর্ধ্ব-১৫ করা হয়েছে। টুর্নামেন্ট টি ১৮-২৪ আগস্ট ২০১৭ তে নেপালে অনুষ্ঠিত হয়। ৬ টি দল ২টি গ্রুপে ভাগ হয়ে খেলে। যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়।[১]

২০১৭ সাফ অনূর্ধ্ব অ-১৫ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশনেপাল নেপাল
তারিখ১৮-১৭ আগস্ট ২০১৭
দল
মাঠ২ (ললিতপুর এবং কাঠমান্ডুটি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (২য় শিরোপা)
রানার-আপ   নেপাল
পরিসংখ্যান
ম্যাচ১০
গোল সংখ্যা৫১ (ম্যাচ প্রতি ৫.১টি)
শীর্ষ গোলদাতাবাংলাদেশ ফয়সাল আহমেদ
সেরা খেলোয়াড়ভারত বিক্রম প্রতাপ সিং
ফেয়ার প্লে পুরস্কারবাংলাদেশ

আয়োজক নির্ধারন সম্পাদনা

১০ জুলাই ২০১৭ তারিখে বাফুফে ভবনে একটি ড্র অনুষ্ঠানে নেপালকে আয়োজক হিসেবে নির্ধারণ করা হয়।[২]

দলসমূহ সম্পাদনা

খেলোয়াড় অংশগ্রহনের যোগ্যতা সম্পাদনা

শুধুমাত্র ১ জানুয়ারি ২০০২ অথবা তার পরে জন্মগ্রহণকারীরাই খেলতে পারবে।

ভেন্যু সম্পাদনা

ললিতপুর কাঠমুন্ডু
আনফা কমপ্লেক্স হালচোক স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪,০০০ ধারণক্ষমতা: ৩,৫০০
 

খেলা পরিচালনাকারীগণ সম্পাদনা

রেফারীগণ
  •   কবিন
  •   গোলাম মোরশেদ চৌধুরী
  •   আব্দুল্ল শাতির
  •   ইন্দিকা সেনানায়েকে
  •   তন্ময় ধর
  •   উগেইন দরজি
সহকারী রেফারিগণ
  •   নানি রাম থাপা
  •   কুলদিপ তারিয়া
  •   মো: শফিকুল ইসলাম
  •   কে.এল.এস.চাতুরাঙ্গা
  •   আব্দুল্লা সুনিদ
  •   ফুরপা ওয়াংচুক

গ্রুপ পর্ব সম্পাদনা

সকল খেলা ইউটিসি+০৫:৪৫ সময়ে অনুষ্ঠিত হয়।

গ্রুপ এ সম্পাদনা

অবস্থান দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
  বাংলাদেশ +৭
  ভুটান +৩
  শ্রীলঙ্কা ১০ −১০

উৎস : গোলনেপাল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১৭ তারিখে

বাংলাদেশ  ৪-০  শ্রীলঙ্কা
ফয়সাল আহমেদ   ২৮'৩২'৭৪' (পে.)
নাজমুল বিশ্বাস   ৪৪'
Report

ভুটান  ৬-০  শ্রীলঙ্কা
খান্দো   ৮'২৪'
কিঙ্গা ওয়াংচুক   ৩০'
কেলজাং জিগমি  ৪৩'৪৫+১'
সিদ্ধার্থ গুরুং   ৯০'
Report
রেফারি: আব্দুল্লা সাথির (মালদ্বীপ)

বাংলাদেশ  ৩-০  ভুটান
ফয়সাল আহমেদ   ২৫'
মিরাজ মোল্লা   ৫২'৮১'
Report

গ্রুপ বি সম্পাদনা

অবস্থান দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
  ভারত ১১ +১০
    নেপাল (আয়োজক) +৫
  মালদ্বীপ ১৫ −১৫

উৎস : গোলনেপাল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১৭ তারিখে

ভারত  ৯–০  মালদ্বীপ
রবি বাহাদুর রানা   ২০'২৬'
ইব্রাহিম আনুফ   ২২'৮৯' (আ.গো.)
থইবা সিং   ৪১'
বিক্রম প্রতাপ সিং   ৪৮'৭০'
রিকি জন  ৫৭'
লালরোকিমা   ৮০'
Report

নেপাল    ৬–০  মালদ্বীপ
ব্রিজেশ চৌধুরী   ১৪'৭৩'
দর্শন গুরুং   ২২'
রোশান রানা মাগার   ৩৮' (পে.)
আকাশ বুদ্ধা   ৪৫+১'৪৭'
Report
রেফারি: ইন্দিকা সেনানায়েকে (শ্রীলঙ্কা)

নেপাল    ১–২  ভারত
রোশান রানা মাগার   ৪০' (পে.) Report   ২৭' বিক্রম প্রতাপ সিং
  ৬৪' রবি বাহাদুর রানা
রেফারি: উগেইন দর্জি (ভুটান)

নকআউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

 
সেমিফাইনালফাইনাল
 
      
 
২৫ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
 
  বাংলাদেশ
 
২৭ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
    নেপাল
 
    নেপাল 1
 
২৫ আগস্ট – হালচোক স্টেডিয়াম
 
  ভারত2
 
  ভারত
 
 
  ভুটান
 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
 
 
২৭ আগস্ট – হালচোক স্টেডিয়াম
 
 
  বাংলাদেশ
 
 
  ভুটান

সেমিফাইনাল সম্পাদনা

বাংলাদেশ  ২–৪    নেপাল
ফয়সাল আহমেদ   ৭২'
  ৭৩' হাবিবুর রহমান
Report   ৫'৬৪' আকাশ বুদ্ধা মাগার
  ৬৪' (আ.গো.) নাজমুল বিশ্বাস
  ৯০+৬' ব্রিজেশ চৌধুরী
রেফারি: ইন্দিকা সেনানায়েকে (শ্রীলঙ্কা)

ভারত  ৩–০  ভুটান
বিক্রাম প্রতাপ সিং   ২০'
হারপ্রিত সিং   ৭৬'
রিডজ মেলভিন ডিমেলো   ৯০+২'
Report
রেফারি: গোলাম মোর্শেদ চৌধুরী (বাংলাদেশ)

তৃতীয় স্থান নির্ধারনী খেলা সম্পাদনা

বাংলাদেশ  ৮–০  ভুটান
ফয়সাল আহমেদ   ১৮'
রাজা শেখ   ২০'৪৬'
মিরাজ মোল্লা   ২৯'৫৮'
মো: আকাশ   ৬৯'
ইয়াসিন আরাফাত   ৭৯'
আরিফ হোসেন  ৯০'
Report

ফাইনাল সম্পাদনা

নেপাল    ১–২  ভারত
ব্রিজশ চৌধুরী   ৪১' (পে.) প্রতিবেদন   ৫৯' লালরোকিমা
  ৭৫' বিক্রম প্রতাপ সিং
দর্শক সংখ্যা: ৫০০০
রেফারি: গোলাম মোর্শেদ চৌধুরী (বাংলাদেশ)

পুরস্কার সম্পাদনা

টুর্নামেন্টে ভালো খেলা ফলস্বরূপ নিম্নের পুরস্কারগুলো দেয়া হয়।

ফিফা ফেয়ার প্লে পুরস্কার সেরা খেলোয়াড় গোল্ডেন বুট
  বাংলাদেশ   বিক্রম প্রতাপ সিং   ফয়সাল আহমেদ

গোলদাতা সম্পাদনা

৬ টি গোল
  •   ফয়সাল আহমেদ
৫ টি গোল
  •   বিক্রম প্রতাপ সিং
৪টি গোল
  •   আকাশ বুদ্ধা মাগার
  •   ব্রিজেশ চৌধুরী
  •   মিরাজ মোল্লা
৩টি গোল
  •   রবি বাহাদুর রানা
২টি গোল
  •   দরজি খান্দো
  •   কেলজাং জিগমি
  •   রোশান রানা মাগার
  •   লালরোকিমা
  •   রাজা শেখ
১টি গোল
  •   নাজমুল বিশ্বাস
  •   হাবিবুর রহমান
  •   থইবা সিং
  •   রিকি জন
  •   কিঙ্গা ওয়াংভুক
  •   সিদ্ধার্থ গুরুং
  •   দর্শন গুরুং
  •   হারপ্রিত সিং
  •   রিডজ মেলভিন ডিমেলো
  •   মো: আকাশ
  •   ইয়াসিন আরাফাত
  •   আরিফ হোসেন
২ টি আত্বঘাতী গোল
  •   ইব্রাহিম আনুফ ( ভারত এর বিপক্ষে খেলার সময়)
আত্বঘাতী গোল
  •   নাজমুল বিশ্বাস ( নেপালl এর বিপক্ষে খেলার সময়)

তথ্যসূত্র সম্পাদনা