২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

পাকিস্তান ক্রিকেট দল ১৭ মে থেকে ১৯ মে ২০১৩ তারিখ পর্যন্ত স্কটল্যান্ড সফর করে। এই সফরে তারা ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে প্রথম ওডিআই জয়ী হয়, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিজনিত কারণে পরিত্যক্ত হয়।

২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড পাকিস্তান
তারিখ ১৭ মে ২০১৩ – ১৯ মে ২০১৩
অধিনায়ক কাইল কোয়েতজার মিসবাহ-উল-হক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কাইল কোয়েতজার (৩২) মিসবাহ-উল-হক (৮৩)
সর্বাধিক উইকেট মাজিদ হক (৩) জুনায়েদ খান (৩)
সাঈদ আজমল (৩)

দলের সদস্যবৃন্দ সম্পাদনা

ওডিআই
  পাকিস্তান   স্কটল্যান্ড

একদিনের আন্তর্জাতিক সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১৭ মে
১০:৪৫
স্কোরকার্ড
পাকিস্তান  
২৩১/৭ (৫০ ওভার)
  স্কটল্যান্ড
১৩৫ (৩৯.৪ ওভার)
মিসবাহ-উল-হক ৮৩* (৮০)
মজিদ হক ৩/৩৮ (১০ ওভার)
  • পাকিস্তান টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • পাকিস্তান পক্ষে এহসান আদিল এবং স্কটল্যান্ড পক্ষে নেইল কারটেরের ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই সম্পাদনা

১৯ মে
স্কোরকার্ড
স্কোরকার্ড
কোন বল করা ছাড়াই ম্যাচ পরিত্যক্ত
গ্রেইঞ্জ ক্রিকেট ক্লাব মাঠ, রেইবার্ন প্লেস, এডিনবরা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা