২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ

২০০৯ সাফ চ্যাম্পিয়ন বা ২০০৯ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ হল সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর যা ২০০৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আসর ভারতে আয়োজিত হওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু শেষ মুহুর্তে ভারত তাদের স্বাগতিক হওয়ার সিদ্ধান্ত তুলে নিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নেয়।

২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ
তারিখ৪ - ১৩ ডিসেম্বর
দল
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৫ম শিরোপা)
রানার-আপ মালদ্বীপ
পরিসংখ্যান
ম্যাচ১৫
গোল সংখ্যা৪২ (ম্যাচ প্রতি ২.৮টি)
শীর্ষ গোলদাতাবাংলাদেশ এনামুল হক (ফুটবলার) এনামুল হক
মালদ্বীপ আহমেদ থারিক
শ্রীলঙ্কা ছন্ন ইদ্রি বান্দানাজ
(প্রত্যেকে ৪টি করে)
সেরা খেলোয়াড়ভারত অরিন্দম ভট্টাচার্য

মাঠ সম্পাদনা

প্রতিযোগিতার সকল খেলা বাংলাদেশর ঢাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঘরোয়ামাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারাণ ক্ষমতা: ৩৬,০০০
 

অংশগ্রহণকারী দেশ সম্পাদনা

২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গ্রুপ নির্বাচন ড্র ২০০৯ সালের ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়।[১] ভারত এ প্রতিযোগিতায় তাদের অলিম্পিক দল পাঠায়।[২]

গ্রুপ এ গ্রুপ বি

  আফগানিস্তান (অ-বাছাই)
  ভারত (১ম বাছাই)
  মালদ্বীপ (২য় বাছাই)
    নেপাল (অ-বাছাই)

  বাংলাদেশ (১ম বাছাই)
  ভুটান (অ-বাছাই)
  পাকিস্তান (অ-বাছাই)
  শ্রীলঙ্কা (২য় বাছাই)

ভারত তাদের অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করে।

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

দল খেলা জয় ড্র পরা স্বগো বিগো গোপা পয়ে
  মালদ্বীপ +৪
  ভারত
    নেপাল +২
  আফগানিস্তান −৬


গ্রুপ বি সম্পাদনা

দল খেলা জয় ড্র পরা স্বগো বিগো গোপা পয়ে
  বাংলাদেশ +৪
  শ্রীলঙ্কা +৬
  পাকিস্তান +৬
  ভুটান ১৭ −১৬


পাকিস্তান  ৭–০  ভুটান
এশা   ২১'৫৪'
আশরাফ   ২৩'
মেহমুদ   ২৮'৩৫'৬৬'
এস খান   ৪৫'
প্রতিবেদন

নকআউট পর্ব সম্পাদনা

সেমি ফাইনাল সম্পাদনা

ফাইনাল সম্পাদনা

চ্যাম্পিয়ন সম্পাদনা

 ২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ 
 
ভারত
পঞ্চম শিরোপা

গোলস্কোর সম্পাদনা

৪ গোল
৩ গোল
২ গোল
১ গোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hosts avoid India"The Daily Star। Bangladesh। ৪ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০০৯ 
  2. http://www.indianfootball.com/en/news/articleId/1916