২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – ওয়েল্টারওয়েট

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ওয়েল্টারওয়েট প্রতিযোগিতা ছিল পঞ্চম সর্বাধিক ওজনের অপেশাদার মুষ্টিযুদ্ধের বিভাগ, আর তা অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স ইন্ডোর এরিনাতে। সেই সব মুষ্টিযোদ্ধা ওয়েল্টারওয়েট শ্রেণিভুক্ত হত, যারা ৬৯ কিলোগ্রাম (১৫২.১ পাউন্ড) থেকে কম ওজনের।

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট

অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মতো এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্তত তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।

পদকবিজয়ী সম্পাদনা

স্বর্ণ বখিত সার্সেকবায়েভ
  কাজাখস্তান
রৌপ্য কার্লোস বান্টু
  কিউবা
ব্রোঞ্জ হানাতি সিলামু
  চীন
কিম জুং-জু
  দক্ষিণ কোরিয়া


সময়সূচী সম্পাদনা

সমস্ত সময় ‎চীন প্রমাণ সময় (ইউটিসি+৮)

তারিখ সময় রাউন্ড
১০ই আগস্ট, ২০০৮, রবিবার ১৫:৩০-১৬:৫৫
২০:৩৫-২২:৩০
৩২জনের রাউন্ড
১৪ই আগস্ট, ২০০৮, বৃহস্পতিবার ১৩:৩০-১৪:৩০
২১:০০-২২:০০
১৬জনের রাউন্ড
১৭ই আগস্ট, ২০০৮, রবিবার ২০:০১-২১:০০ কোয়ার্টার ফাইনাল
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার ২০:৩১-২১:০০ সেমিফাইনাল
২৪শে আগস্ট, ২০০৮, রবিবার ১৫:১৬-১৫:৩১ ফাইনাল লড়াই

ড্র সম্পাদনা

ফাইনাল সম্পাদনা

  সেমিফাইনাল ফাইনাল
                 
   কার্লোস বান্টু (CUB) ১৭  
   হানাতি সিলামু (CHN)  
       কার্লোস বান্টু (CUB)
     বখিত সার্সেকবায়েভ (KAZ) ১৮
   বখিত সার্সেকবায়েভ (KAZ) ১০
   কিম জুং-জু (KOR)  

ঊর্ধাংশ সম্পাদনা

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
            নন বুঞ্জুমনং (THA) ১০  
            হোসেম বকর আব্দিন (EGY) ১১  
              হোসেম বকর আব্দিন (EGY)  
              কার্লোস বান্টু (CUB) ১০  
            কার্লোস বান্টু (CUB) ১৩  
   বিলি জো সন্ডার্স (GBR) ১৪        বিলি জো সন্ডার্স (GBR)  
   আডেম কিলিচি (TUR)          কার্লোস বান্টু (CUB) ১৭
   তুরিয়ানো জনসন (BAH) ১৮          হানাতি সিলামু (CHN)
   রোল্যান্ড মোজেস (GRN)        তুরিয়ানো জনসন (BAH)  
   জিলবার্ট লেনিন (DOM)        ওলেক্সান্ড্র স্ট্রেটস্কি (UKR)  
   ওলেক্সান্ড্র স্ট্রেটস্কি (UKR)          তুরিয়ানো জনসন (BAH)  
   প্রেশাস মাকিনা (ZAM)          হানাতি সিলামু (CHN) ১৪  
   হানাতি সিলামু (CHN) ২১        হানাতি সিলামু (CHN)       
   ব্রুনো বঙ্গঙ্গো (CAF)        জোসেফ মুলেমা (CMR)       
   জোসেফ মুলেমা (CMR) ১৭  

নিম্নাংশ সম্পাদনা

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
   বখিত সার্সেকবায়েভ (KAZ) ২০  
   অ্যাডাম ত্রুপিশ (CAN)        বখিত সার্সেকবায়েভ (KAZ) RSCI  
   ভিটালি গ্রুস্যাক (MDA)        ভিটালি গ্রুস্যাক (MDA)    
   জেরার্ড ও'ম্যাহনি (AUS)          বখিত সার্সেকবায়েভ (KAZ) ১২  
   আলিয়াস্কর বশিরভ (TKM)          দিলসুদ মাহমুদভ (UZB)  
   জাওয়েদ চিগুয়ের (FRA) ১৭        জাওয়েদ চিগুয়ের (FRA)  
   মেহদি খালসি (MAR)        দিলসুদ মাহমুদভ (UZB)  
   দিলসুদ মাহমুদভ (UZB) ১১          বখিত সার্সেকবায়েভ (KAZ) ১০
   দিমিত্রিয়াস আন্দ্রাদে (USA) ১১          কিম জুং-জু (KOR)
   কাখাবের জাভানিয়া (GEO)        দিমিত্রিয়াস আন্দ্রাদে (USA) ১৪  
   মুজান্ডজি কাসুতো (NAM)        আন্দ্রেই বালানভ (RUS)  
   আন্দ্রেই বালানভ (RUS)          দিমিত্রিয়াস আন্দ্রাদে (USA)  
   মগোমেদ নুরুতদিনভ (BLR)          কিম জুং-জু (KOR) ১১  
   জন জ্যাকসন (ISV)        জন জ্যাকসন (ISV)       
   জ্যাক কুলকে-কেথ (GER) ১১        কিম জুং-জু (KOR) ১০       
   কিম জুং-জু (KOR) +১১  

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা