১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ দলসমূহ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

১৪ মে - ২০ জুন, ১৯৯৯ তারিখ পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা নিম্নে তুলে ধরা হয়েছে। পোশাকের নম্বর অনুযায়ী খেলোয়াড়দের চিহ্নিত করা হলো। সচরাচর দলের অধিনায়ক ১নং জার্সি পরিধান করে থাকেন।

 অস্ট্রেলিয়া সম্পাদনা

 বাংলাদেশ সম্পাদনা

 ইংল্যান্ড সম্পাদনা

 ভারত সম্পাদনা

 কেনিয়া সম্পাদনা

 নিউজিল্যান্ড সম্পাদনা

 পাকিস্তান সম্পাদনা

 স্কটল্যান্ড সম্পাদনা

 দক্ষিণ আফ্রিকা সম্পাদনা

মূল তালিকায় মাখায়া এনটিনি’র নাম থাকলেও গুরুতর ফৌজদারী অপরাধের কারণে তার নাম প্রত্যাহার করা হয়। তার পরিবর্তে ২৩ এপ্রিল, ১৯৯৯ তারিখে অ্যালান ডসনকে অন্তর্ভুক্ত করা হয়।[১] পরবর্তীকালে তার অপরাধের বিষয়ে সম্পৃক্ততার অভিযোগটি নাকচ হয়ে যায়।[২] প্রতিযোগিতার একমাত্র অধিনায়ক হিসেবে হানসি ক্রনিয়ে ১নং জার্সি পরিধান করেননি।

 শ্রীলঙ্কা সম্পাদনা

 ওয়েস্ট ইন্ডিজ সম্পাদনা

মূল তালিকায় কার্ল হুপারকে অন্তর্ভুক্ত করা হলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের করেন।[৩] তার পরিবর্তে ২৭ এপ্রিল, ১৯৯৯ তারিখে রিকার্ডো পাওয়েলকে অন্তর্ভুক্ত করা হয়।[৪]

 জিম্বাবুয়ে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UCB Media Statement On Makhaya Ntini"। Cricinfo.com। ১৯৯৯-০৪-২৩। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫ 
  2. "CricInfo365 Daily News"। Cricinfo.com। ১৯৯৯-১০-৩০। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫  [অকার্যকর সংযোগ]
  3. "Hooper Retires"। Cricinfo.com। ১৯৯৯-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫ 
  4. "Powell gets nod"। Cricinfo.com। ১৯৯৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা