১৯৭০ ভিওয়াদি দাঙ্গা

১৯৭০ ভিওয়াদি দাঙ্গা হল মুসলিমবিরোধী সহিংসতার একটি অনন্য দৃষ্টান্ত, যা ৭ এবং ৮ মে ভারতের ভিওয়াদি, জালগাঁও, মাহাদে সংগঠিত হয়।[২] বিশাল পরিমাণ অগ্নিসংযোগ ও মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভাংচুর করা হয় এবং ২৫০ এর অধিক মানুষের মৃত্যু ঘটে। এই দাঙ্গা শিব সেনা দ্বারা পূর্বপরিকল্পিত নিয়মে সংগঠিত হয়।[১]

১৯৭০ ভিওয়াদি দাঙ্গা
স্থানভিওয়াদি, জলগাঁও, মাহাদ, মহারাষ্ট্র, ভারত
তারিখ৭ এবং ৮ মে ১৯৭০
হামলার ধরনপূর্ব পরিকল্পিত দাঙ্গা
নিহতমুসলিম মালিকানাধীন সম্পত্তির ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ এবং ২৫০ এর অধিক মানুষের মৃত্যু[১]
হামলাকারী দলরাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, জন স্ংঘশিব সেনা

স্বাধীনতার পর ভারতের ইতিহাসে এই ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতার সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত, যেখানে একাধিক হিন্দু জাতীয়তাবাদি সংগঠন যথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, জন সংঘশিব সেনা জড়িত ছিল।[৩]

দাঙ্গা সম্পাদনা

হিন্দু জাতীয়তাবাদী দল হিসেবে আরএসএস, জন সংঘ ও শিব সেনা এবং মুসলিম দলের মধ্যে জামায়াতে ইসলামী হিন্দ, ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগমজলিস তামির-ই-মিল্লাত এর মধ্যে চাপা উত্তেজনা দীর্ঘায়িত সময়ের পর্যন্ত বিদ্যমান ছিল।[৩]

আরও দেখুন সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Engineer 2003, পৃ. 8।
  2. Graff 2013, পৃ. 15-33।
  3. Hansen 2001, পৃ. 74।

বহিঃসংযোগ সম্পাদনা