হেসা আওয়াল কোহিস্তান জেলা

আফগানিস্তানের জেলা

হেসা আওয়াল কোহিস্তান জেলা আফগানিস্তানের কপিসা প্রদেশের বৃহত্তর কোহিন্থান জেলা থেকে নির্মিত একটি নতুন জেলা। জেলাটির রাজধানী শহরের নাম হচ্ছে কোহিস্তান। ২০১২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৬০,৩০০ জন এর মত, যার মধ্যে খেকে অধিকাংশই তাজিক সম্প্রদায়ের লোকজন বসবাস করে থাকে।

হেসা আওয়াল কোহিস্তান জেলা
District
দেশ আফগানিস্তান
অঞ্চল কপিসা প্রদেশ
রাজধানী কেশিক্তান
জনসংখ্যা ৬০,৩০০ (২০০৬)
হেসা আওয়াল কোহিস্তান জেলা Hesa Awal Kohistan District (in Orange)
হেসা আওয়াল কোহিস্তান জেলা
Hesa Awal Kohistan District (in Orange)
হেসা আওয়াল কোহিস্তান জেলা
Hesa Awal Kohistan District (in Orange)

ইতিহাস সম্পাদনা

১৮৭৯ থেকে ১৮৮০ খ্রিষ্টাব্দের সময়কার কাবুলে ব্রিটিশ দখলদারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী ও সংগঠিত গোষ্ঠী ছিল কোহটিস্তানের তাজিক সম্প্রদায়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kohistan"Encyclopædia Britannica। Volume V15 (11th সংস্করণ)। ১৯১১। পৃষ্ঠা Page 886। ২৮ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা