হেরাচামতি নদী

বাংলাদেশের নদী

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চাতল নদী থেকে হেরাচামতি নদী উৎপন্ন হয়ে কিছুদূর প্রবাহিত হয়ে একই উপজেলার কামারখালী নদীতে পড়েছে। এই নদীতীরে গড়ে উঠেছে জগদল বাজার ও কলিয়ারকাপন বাজার। এ নদীতে জোয়ার-ভাটার প্রভাব নেই। নদীর দৈর্ঘ্য ১৫ কিমি, প্রস্থ ৪০ মিটার। অববাহিকার আয়তন ৩০ বর্গ কিমি এবং গভীরতা ৬.৫ মিটার। নদীটির প্রবাহ মৌসুমি প্রকৃতির। জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই মাস প্রবাহহীন থাকে। জুলাই-আগস্টে পানি প্রবাহ বেড়ে যায়, তখন এর পরিমাণ দাঁড়ায় ৪৫০ ঘনমিটার/সেকেন্ড।[১]

হেরাচামতি নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল সিলেট বিভাগ
জেলা সুনামগঞ্জ জেলা
নগর দিরাই উপজেলা
Landmark জগদল ইউনিয়ন
উৎস চাতল নদী
মোহনা কামারখালী নদী
দৈর্ঘ্য ১৫ কিলোমিটার (৯ মাইল)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশের নদীঃ মোকাররম হোসেন; পৃষ্ঠা ১২৭; কথাপ্রকাশ; দ্বিতীয় সংস্করণঃ আগস্ট ২০১৪