হীরালাল শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

হীরালাল শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের সাতান্নতম রাজা ছিলেন।

হীরালাল শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
গণেশনারায়ণ
রাজত্ব১৫১৮-১৫৬০
পূর্বসূরিশ্রীনাথ শেখর
উত্তরসূরিদ্বিতীয় জগমোহন শেখর
বংশধরদ্বিতীয় জগমোহন শেখর
কালীদাস শেখর
পুরুষোত্তম শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাশ্রীনাথ শেখর

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

হীরালাল শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের ছাপ্পান্নতম রাজা শ্রীনাথ শেখরের পুত্র ছিলেন। তিনি ১৫১৮ খ্রিস্টাব্দ হতে ১৫৬০ খ্রিস্টাব্দ পর্য্যন্ত গণেশনারায়ণ উপাধি গ্রহণ করে রাজ্য শাসন করেন। দ্বিতীয় জগমোহন শেখর, কালীদাস শেখর ও পুরুষোত্তম শেখর নামক তাঁর তিন পুত্র ছিল।[১]:৪৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
হীরালাল শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
শ্রীনাথ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১৫১৮-১৫৬০
উত্তরসূরী
দ্বিতীয় জগমোহন শেখর